X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেট মাঠেও লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩১

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলই ম্যাচটিকে খুবই হালকা ভাবে নিয়েছিল। জার্সিও পরেছিল আশির দশকের জার্সির মতো। অস্ট্রেলিয়া একপেশে ভাবেই জিতে নিয়েছিল ম্যাচটি। আর ফল নিশ্চিত দেখে ম্যাচের শেষ বলটিতে ম্যাকগ্রা আন্ডারআর্ম ডেলিভারি দিয়েছিলেন। মানে হাত না ঘুরিয়ে বল গড়িয়ে দেন।  ম্যাকগ্রাকে লাল কার্ড দেখাচ্ছেন বিলি বাউডেন
কম যান না আম্পায়ার বিলি বাউডেনও। আন্ডারআর্ম বল করার পর বিলি পকেট থেকে একটা লাল কার্ড বের করে ম্যাকগ্রাকে দেখিয়ে দিলেন! যদিও পুরো ঘটনাটিই মজা ছিলো। ওই ঘটনাটি মজার হলেও এবার সত্যি সত্যি ক্রিকেটেও প্রচলন হচ্ছে কার্ডের।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ঘোষণা দিয়েছে শৃঙ্খলাজনিত নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে তারা। যে আইনের অধীনে মাঠের ভেতর খেলোয়াড়ের আচরণ সীমা লংঘন করলে তাকে ফুটবল বা রাগবির খেলার মতো লাল কার্ড অথবা হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দিতে পারেন আম্পায়াররা। ছোট অপরাধের জন্য হলুদ কার্ডের মতোই শাস্তি পেতে হবে, বড় অপরাধের শাস্তির জন্য একেবারে লাল কার্ড। মানে মাঠ থেকে বহিষ্কার। 

২০১৫ সালে ইংল্যান্ডে ৫টি ঘরোয়া ম্যাচ পণ্ড হয়েছিল খেলোয়াড়দের মধ্যে ঝগড়া-বিবাদের কারণে। ফলে ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমসিসির এমন উদ্যোগ। 

নতুন এ নিয়মের অধীনে খেলোয়াড়েরা যদি নিজেদের মধ্যে হালকা ঝগড়া করেন বা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে, অথবা কোনও ফিল্ডার যদি ব্যাটসম্যানদের দিকে অযথা বল ছুঁড়ে মারেন, অতিরিক্ত আপিল করে তাহলে প্রতিপক্ষকে ৫ রান পেনাল্টি দেবেন আম্পায়াররা।

কিন্তু খেলোয়াড়দের যদি আগ্রাসী হয়ে ওঠেন, একজন আরেকজনকে শারীরিকভাবে লাঞ্ছনার হুমকি দেন কিংবা আম্পায়ারকে ভয় দেখানোর চেষ্টা করেন কিংবা কোনও খেলোয়াড়কে জাতি, ধর্ম, বর্ণ কিংবা যৌনতা নিয়ে খোঁচা দেন, তাহলে ওই খেলোয়াড়কে ১০ ওভার কিংবা বাকি ইনিংসের ২০ শতাংশ ওভারের জন্য মাঠ থেকে বের করে দেওয়া হবে। ব্যাটসম্যানের ক্ষেত্রে মাঠ থেকে উঠে যেতে হবে এবং পরবর্তী ব্যাটসম্যান আউট না হওয়া পর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন না। যদি ব্যাটিং দলের ৯ উইকেট পড়ে যায়, সে ক্ষেত্রে দলকে অলআউট ঘোষণা করা হবে। আর ৫ রানের পেনাল্টি তো আছেই।

কিন্তু কোনও খেলোয়াড় যদি সরাসরি আম্পায়ারকে হুমকি দেন, প্রতিপক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, মাঠে সহিংস আচরণ করেন অথবা অন্যদের বর্ণ, যৌনতা নিয়ে হেনস্তা করেন তবে ওই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া হবে। ওই খেলোয়াড় মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে অধিনায়ককে সতর্ক করা হবে। তারপরও যদি ওই খেলোয়াড় মাঠ ছাড়তে না চান তবে ধরে নেওয়া হবে দলটি খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে এবং ম্যাচের ফলও নির্ধারিত হয়ে যাবে।

তবে আপাতত শুধু ইংল্যান্ডের স্কুল ক্রিকেট, বিভিন্ন ঘরোয়া লিগ, এমসিসির বিশ্ববিদ্যালয়ের ম্যাচগুলোতেই লাল-হলুদ কার্ডের দেখা মিলবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা