X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত শ্রীনিবাসনের টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

টুর্নামেন্ট ট্রফি উন্মোচনের মুহূর্তে শ্রীনিবাসন ও ধোনি এক সময় ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন শ্রীনিবাসন। আন্তর্জাতিক ক্রিকেটেও বিতর্কিতভাবে প্রভাব বিস্তার করেছিলেন আইসিসি চেয়ারম্যান হয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই শ্রীনিবাসন সাইড লাইনে গিয়েও কলকাঠি নেড়েছিলেন। আলাদাভাবে সৃষ্টি করেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। তার পরিচালনায় তৈরি হওয়া সেই লিগের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে। যখন বিসিসিআই থেকে শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়া হয়, তখনই রাজ্য সংস্থায় থেকে প্রভাব বিস্তার করতে এই লিগ চালু করেছিলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রভাবশালী হিসেবে যথেষ্ট নাম ডাক আছে তার। সেই লিগেই বিভিন্ন ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট আকসুও তদন্তে নেমেছে এর বিরুদ্ধে। সংস্থাটির প্রধান অজিত সিং জানিয়েছেন চতুর্থ মৌসুমে এমন পাতানোর প্রস্তাব এসেছে অনেকগুলো। ১৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত আটটি দলের ম্যাচে এমন প্রস্তাব এসেছে। তবে এসব প্রস্তাবের বিষয়টি নজরে এনেছেন ক্রিকেটাররাই। তাই তদন্ত হচ্ছে কারা এসব প্রস্তাব এনেছেন। জানা গেছে আটজন ক্রিকেটারের কাছে এমন প্রস্তাব গেছে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ শুরু হয় ২০১৬ সালে। শ্রীনিবাসনের কর্মকৌশলে চালু হয় এই লিগ। এতে হাই প্রোফাইল অনেক ক্রিকেটারই সম্পৃক্ত রয়েছেন শুরু হওয়ার পর থেকে। মহেন্দ্র সিং ধোনি, শেন ওয়াটসন, ম্যাথু হেইডেন, মাইকেল হাসিরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
নিজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মকর্তার ছেলের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ২
নিজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মকর্তার ছেলের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ২
জ্বালানিতে নতুন বিনিয়োগ চায় সরকার, মাঠপর্যায়ে চলছে প্রচারণা
জ্বালানিতে নতুন বিনিয়োগ চায় সরকার, মাঠপর্যায়ে চলছে প্রচারণা
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো