X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

আবাহনীতে খুশির জোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২১:১১আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:১৭

এএফসি কাপের গ্রুপ সেরা হয়ে আবাহনীর উল্লাস বাংলাদেশে পেশাদার ফুটবল লিগের প্রচলন এক যুগ আগে। ছয়বার শিরোপা জিতে এই প্রতিযোগিতার অবিসংবাদিত সেরা ঢাকা আবাহনী। তবে প্রিমিয়ার লিগের সেরা দলটির একটা আক্ষেপ ছিল এতদিন। এএফসি কাপে দুবার অংশ নিলেও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।

তৃতীয় প্রচেষ্টায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল সফল। ভারতের মিনার্ভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপের শ্রেষ্ঠত্ব আবাহনীর মুঠোবন্দি। সুবাদে এশিয়ার অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্টের নকআউট পর্বও নিশ্চিত হয়েছে। এমন দুর্দান্ত অর্জনে আনন্দে আত্মহারা আকাশি-হলুদ দলের কোচ-খেলোয়াড়-কর্মকর্তা প্রত্যেকে।

দীর্ঘ দিন ধরে আবাহনীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে সত্যজিত দাশ রুপু। আশি-নব্বইয়ের দশকে খেলেছিলেন ধানমন্ডির এই ক্লাবে, প্রায় দেড় যুগ ধরে দলের ম্যানেজারের দায়িত্বও তার কাঁধে। আবাহনীর সবার প্রিয় ‘রুপুদা’ ম্যাচের শেষ দিকে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, “অনেক টেনশনে ছিলাম। অন্য ম্যাচের শেষ দিকে চেন্নাইয়ান তৃতীয় গোল করে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। আমাদের সামনে তাই জয় ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। খেলোয়াড়দের প্রতি নির্দেশ ছিল, ‘আরও আক্রমণাত্মক খেলতে হবে, যেভাবেই হোক জিততে হবে।’ আজ আমরা বড় ব্যবধানে জিততে পারতাম। কিন্তু দুর্ভাগ্য, একটার বেশি গোল পাইনি। অবশ্য এক গোলের জয়েই আমরা অনেক খুশি।”

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের ওপরে ছিল অনন্ত চাপ। ড্র করলেই বাদ এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও শিষ্যদের ওপর থেকে তিনি আস্থা হারাননি, ‘কোচ হিসেবে এটাই আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর প্রথমেই সাফল্য পেলাম। এই অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। আজকের ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল না। দুজন গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার খেলতে পারেনি। তবে তাদের ছাড়াই প্রতিপক্ষের মাঠে আমরা সাফল্য পেয়েছি।’

দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লেমস আরও বললেন, ‘আজ আমরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছি। গোলটা এসেছে শেষ মুহূর্তে। অবশ্য আমরা ক্রমাগত আক্রমণ না করলে গোলের সুযোগও আসতো না। দলের প্রত্যেকে নিজেকে উজাড় করে দিয়েছে। ছেলেদের পারফরম্যান্সে আমি খুব খুশি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছি। এট আমাদের জন্য বিশাল অর্জন।’    

আরও পড়ুন:

এএফসি কাপের নকআউট পর্বে আবাহনী

এএফসি কাপে আবাহনীর সামনে কী অপেক্ষা করছে?

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’