সার্বিয়ার বিপক্ষে দেশের মাটিতে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে জার্মানি। ইউরো বাছাইপর্ব শুরুর আগে আশা জাগানো পারফর্ম করলো ‘নতুন চেহারার’ দলটি।
২০১৮ সালে বাজে একটা সময় গেছে জার্মান ফুটবলের। বিশ্বকাপে গ্রুপেই বিদায়ের পর উয়েফা নেশনস লিগে জয়হীন থেকে ছিটকে গেছে তারা। সব মিলিয়ে ৬ হারের তেতো স্বাদ পেয়েছে ইয়োখহেইম ল্যোভের শিষ্যরা।
২০১৪ সালের বিশ্বকাপ জয়ীরা ম্যাটস হামেলস, জেরোমে বোয়েটাং ও থোমাস মুলারকে ছাড়া এই বছর ‘নতুন অধ্যায়’ শুরু করেছে। সম্প্রতি জার্মান কোচ এই বিশ্বকাপ জয়ী ত্রয়ীকে আর দলে না নেওয়ার ঘোষণা দিয়েছেন। ভলফসবার্গে বুধবার নতুন রূপের দল মুখোমুখি হয় সার্বিয়ার।
তবে হামেলস ও বোয়েটাংয়ের শূন্যতা তারা রক্ষণে ভালোভাবে টের পেয়েছে। নতুন রক্ষণভাগ ১২ মিনিট অভেদ্য ছিল। বার্সেলোনার নজরে থাকা লুকা জোভিচ খুব কাছ থেকে গোল করেন। কর্নার থেকে উড়ে আসা বলটি ম্যানুয়েল নয়ারের পাশ দিয়ে জালে জড়ান তিনি। তারপর প্রথমার্ধের বাকি সময় জার্মানদের তটস্থ রেখেছিল সার্বরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানি। শেষ আধঘণ্টা দাপটের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। এর পুরস্কার পায় ৬৯ মিনিটে। বক্সের মধ্যে বল দখলে নিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে সমতা ফেরানো গোল করেন লেয়ন গোরেৎকা।
ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে লেরয় সানেকে ফাউল করে লাল কার্ড দেখেন সার্বিয়ার বদলি খেলোয়াড় পাভকোভ। কিন্তু সময়ের অভাবে ১০ জনের সার্বদের বিপক্ষে জয়সূচক গোলের দেখা পায়নি জার্মানরা।
আগামী রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে খেলবে জার্মানি। ইএসপিএনএফসি