X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রনির ব্যাটিং ঝড়ে গাজী গ্রুপের জয়

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯

রনি তালুকদার (ফাইল ছবি) ফতুল্লায় বৃষ্টিতে ১০ ওভারে নেমে আসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ। টি-টোয়েন্টি ম্যাচের অর্ধেকই বৃষ্টির দখলে গেলেও রনি তালুকদার তার স্বভাবজাত ব্যাটিংয়ে ম্যাচকে আকর্ষণীয় করে তোলেন। তার ব্যাটে তৈরি হওয়া বড় স্কোরে গাজী গ্রুপের কাছে পাত্তা পায়নি বিকেএসপি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২৭ রানে জিতেছে গাজী গ্রুপ।

মঙ্গলবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপি টস জিতে গাজী গ্রুপকে ব্যাট করতে পাঠায়। সিদ্ধান্তটা ভুল প্রমাণ হয়েছে কিছুক্ষণ পরেই। গাজী গ্রুপের দুই ওপেনার রনি ও ওয়ালিউল করিম ৫ ওভারে তুলে ফেলেন ৬২ রান। ১৮ বলে ২৫ রান করে ওয়ালিউল আউট হলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন রনি। ১৬ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ৪১ রানের সেরা ইনিংস।

শেষ দিকে সাজ্জাদুল হকের ২০ এবং মাইশুকুর রহমান ও তৌহিদ তারেকের সমান ১১ রান গাজী গ্রুপকে এনে দেয় ৪ উইকেটে ১২৩ রান।

বিকেএসপির বোলারদের মধ্যে ২০ রান খরচে সর্বোচ্চ দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার নওশাদ ইকবাল। এছাড়া হাসান মুরাদ পান একটি উইকেট।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বিকেএসপির টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র ৬ রানে তারা হারায় ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে আমিনুল ইসলাম ও আকবর আলীর ৭৯ রানের জুটি ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু লাভ হয়নি কোনও।

নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৬ রানে থামতে হয় ৯ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে আসা দলকে। বিকেএসপির পক্ষে আকবরের ব্যাট থেকে আসে ৪৩ রানের সর্বোচ্চ ইনিংস। ২০ বলে ২ চার ও ৪ ছয়ে তিনি ইনিংসটি সাজান। এছাড়া আমিনুল ইসলাম করেন ৩৪ রান।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে আবু হায়দার দুটি এবং মেহেদী হাসান ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্যাম্পুর আগে ৩০ মিনিটের যত্নে চুল হবে সিল্কি
শ্যাম্পুর আগে ৩০ মিনিটের যত্নে চুল হবে সিল্কি
বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ভারত ও পাকিস্তানকে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান যুক্তরাষ্ট্রের
ভারত ও পাকিস্তানকে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস