X
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

সিরিজ জেতা সম্ভব: মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ১২:২৭আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১২:৩৬

সিরিজ জেতা সম্ভব: মিরাজ গায়ানাতে শেষ ওভারের জয়ে ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যার তৃতীয় ও শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে ‘ফাইনালে’। সেন্ট কিটসের কন্ডিশন কিছুটা কঠিন হলেও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে সিরিজ জয়ের প্রত্যয়।

এশিয়া কাপের দুই ফাইনাল, নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকবার শেষ ওভারে হারতে হয়েছে সাকিব-মুশফিকদের। জেসন হোল্ডারের করা শেষ ওভারে ৮ রান দরকার পড়লেও বাংলাদেশকে হার মানতে হয়েছে ৩ রানে। তীরে এসে তরী ডোবার হতাশা থাকলেও শেষ ম্যাচ জিতে তা দূর করতে চান মিরাজ, ‘দ্বিতীয় ম্যাচেই আমাদের সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি। আগামীকাল (শনিবার) আমাদের আরেকটি সুযোগ আছে। ভালো খেলতে পারলে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব।’

গায়ানার চেয়ে কিছুটা ভিন্ন কন্ডিশন সেন্ট কিটসে। মাঠও বেশ ছোট। সব মিলিয়ে এই মাঠে বোলারদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। গায়ানার মতো পরিচিত কন্ডিশন না হলেও সেন্ট কিটসের উইকেট দেখে আশার কথাই শুনিয়েছেন তিনি, ‘আমরা উইকেট দেখেছি। আমার মনে হয়, যদি সব ঠিকঠাক চলে, তাহলে ভালো কিছু হবে। আমি এখানে প্রথমবারের মতো এসেছি। কিন্তু আমাদের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা এখানে আগেও এসেছেন। তাই আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারব।’

দ্বিতীয় ম্যাচের মতো নতুন কোনও সুযোগ তৈরি হলে এবার আর জয় হাতছাড়া হবে না বলে জানিয়েছেন মিরাজ। ভুলের বৃত্ত থেকে বেরিয়ে আসার সামর্থ্য বাংলাদেশের আছে উল্লেখ করে মিরাজের বক্তব্য, ‘আমরা একবার ভুল করেছি, এটা আমাদের ব্যর্থতা ছিল। আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। যদিও যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, পরবর্তীতে তা কাটিয়ে ওঠার সামর্থ্য আমাদের আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরশপাথর—মারিও ভার্গাস ইয়োসা
পরশপাথর—মারিও ভার্গাস ইয়োসা
সীমান্তে ২৩ লাখ টাকার হিরার নাকফুল ফেলে পালালো চোরাকারবারি
সীমান্তে ২৩ লাখ টাকার হিরার নাকফুল ফেলে পালালো চোরাকারবারি
বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা
বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা
সর্বাধিক পঠিত
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
‘আপন কফি হাউজের’ দুই কর্মী আটক, তরুণীকে খুঁজছে পুলিশ
তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল‘আপন কফি হাউজের’ দুই কর্মী আটক, তরুণীকে খুঁজছে পুলিশ
‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার
‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার