X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

আর্সেনালের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সুখবর পেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। বলা চলে, সেমিফাইনালে তারা এক পা দিয়ে রেখেছে। রিয়াল ঘুরে দাঁড়িয়ে তাদের চমকে দিতে পারে কি না সেটা জানতে অপেক্ষা করতে হবে। তবে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে গানারদের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ দারুণ এক সুখবর পেয়েছে। লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা দলও খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা থেকে স্বয়ংক্রিয়ভাবে সেরা চার ক্লাব পরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পায়। কিন্তু এবারের তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর সাফল্যে উয়েফার অ্যাসোসিয়েশন ক্লাব কোএফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাতে করে ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট পেয়ে গেছে তারা। এই তালিকায় ইংল্যান্ডের পর দুই ও তিনে আছে স্পেন ও ইতালি, চারে জার্মানি।

তিনটি ভিন্ন ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবার পাঁচটি ইংলিশ দল কোয়ার্টার ফাইনালে। আর্সেনাল ও অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগে, ম্যানইউ ও টটেনহাম হটস্পার ইউরোপা লিগে এবং চেলসি কনফারেন্স লিঘে।

প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে টিকিট পাওয়া দলের সংখ্যা সাতেও যেতে পারে। লিগের শীর্ষ পাঁচ দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগ জয়ী দলও পরবর্তী শীর্ষ ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে, যদি এই দুটি দল সেরা পাঁচের বাইরে থাকে।

লিভারপুল প্রিমিয়ার লিগ জিতেই গেছে বলা চলে। আর্সেনালও দ্বিতীয় স্থানে শক্ত অবস্থানে। তবে তৃতীয় স্থানে থাকা নটিংহাম ফরেস্টের সঙ্গে সাত নম্বর দল ভিলার সঙ্গে পার্থক্য কেবল ছয় পয়েন্টের। ষষ্ঠ স্থানে থাকা ম্যানসিটি পাঁচ নম্বর দল নিউক্যাসেল ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট পেছনে।

/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর রেকর্ড ভাঙার দিনে শিরোপার আরও কাছে লিভারপুল
ড্রয়ের পর কী ভাবছেন আর্সেনাল কোচ?
দুই গোলে পিছিয়ে পড়েও প্যালেসকে উড়িয়ে দিয়েছে সিটি
সর্বশেষ খবর
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো