নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে আয়োজিত কালোব্যাজ ধারণ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই জোটের সমন্বয়ক কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আগামী বুধবার (৬ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালোব্যাজ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট।
আব্দুস সালাম বলেন, ‘ঐক্যফ্রন্টের বাইরেও যারা আছেন, সবাইকে ৬ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার কালোব্যাজ ধারণ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ২৪ ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি আছে আমাদের। এই দুটি কর্মসূচি সার্থক করার জন্য মূলত আজ আমাদের বৈঠক হয়েছে।’
এক প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। সেটা ৩০ ডিসেম্বর প্রমাণ হয়েছে। তার প্রতিবাদে এ কর্মসূচি। কর্মসূচিতে জাতীয় নেতারা আসবেন। দেশবাসীর কাছেও সহযোগিতা চাই।’
ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন কিনা জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ‘প্রার্থীদের বলা হয়েছিল নিজের মামলা নিজেই করতে। সারা দেশ থেকে তারা মামলা করেছেন কিনা তা সঠিক বলতে পারবো না। তবে এখনও ১১ দিন বাকি আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম পথিক, জেএসডি নেতা মমিনুল ইসলাম, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।