X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার ইমেজের কারণেই মহাজোটের মহাবিজয়: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:১২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:২৭

সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা- ৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বিগত ১০ বছরে মহাজোট সরকারের উন্নয়নের পাশাপাশি নেত্রী হিসেবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ইমেজের কারণেই আজ  মহাজোট সরকারের মহাবিজয় হয়েছে। এ বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ উন্নয়ন, প্রগতি ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এই বিজয়ের ফলে অচিরেই বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।
সোমবার (৩১ ডিসেম্বর) বিকালে শ্যামপুর বালুর মাঠে স্থানীয় আওয়ামী লীগ, জাপা নেতাকর্মীসহ শ্যামপুর-কদমতলীর বিভিন্ন শ্রেণির কয়েক হাজার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বাবলা বলেন, ‘আমি বারবার বলেছিলাম, আওয়ামী লীগ-জাতীয় পার্টির যদি ঐক্য থাকে, তাহলে কোনও অপশক্তিই ক্ষমতায় আসতে পারবে না। সে কথা আবারও প্রমাণিত হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে যে মহাজোট সেই মহাজোটের প্রতি সাধারণ মানুষের অবিচল আস্থা ও বিশ্বাস থেকে প্রমাণ হয়েছে—বাংলাদেশ আর  কখনও স্বাধীনতাবিরোধী অপশক্তির কাছে মাথানত করবে না।’

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, ড. আওলাদ হোসেন, বাবলার স্ত্রী সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, কদমতলীর মো. নাসিম মিয়া, শ্যামপুর থানা সভাপতি ও কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, কদমতলীর মোবারক হোসেন, ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির আহমেদ ভূঁইয়া, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর হোসেন, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজু, আকাশ কুমার ভৌমিক, ব্যারিস্টার সামিউর রহমান অভি, কাজী শহীদুল্লাহ, ফারুক আহমেদ, আজিজ আহমেদ, যুবলীগ নেতা ইবরাহিম খলিল মারুফ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ মামুন, কাজী সোহেল, সোহরাব হোসেন, ফারুক আহমেদ, আজিজ আহমেদ, মোহাব্বত হোসেন, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুদ রহমান, ইবরাহিম মোল্লা, কাউসার হোসেন প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
ফিলিপসের ইনজুরিতে গুজরাটে শানাকা
ফিলিপসের ইনজুরিতে গুজরাটে শানাকা
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেফতার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত