ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানের নৌকার জয় হয়েছে। বেসরকারি ফলে তিনি পেয়েছেন ১, ০৩, ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মো. আব্দুস সালাম পেয়েছেন ৪৭, ২৩২ ভোট। ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন। এখানে মোট ভোটকেন্দ্র ১৩৪টিরই ফল ঘোষণা করা হয়েছে।