X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নাসরীন স্মৃতি পদক পেলেন তিন নারী ও ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ২০:৩৪আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২০:৪০

নাসরীন স্মৃতি পদক ২০১৬ প্রদান অনুষ্ঠান নারী অধিকার আন্দোলনের অন্যতম কাণ্ডারি নাসরীন পারভীন হক স্মরণে প্রতিবছরের মতো এবারও ‘নাসরীন স্মৃতি পদক- ২০১৬’ তুলে দেওয়া হয়েছে দেশের তিন নারী ও বাংলাদেশের নারী ক্রিকেট দলের হাতে।
রবিবার ঢাকার ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সম্মাননা তুলে দেয় অ্যাকশনএইড বাংলাদেশ। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার, অধিকার বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় তৎপর, সমাজের ইতিবাচক পরিবর্তনে অবিরাম কাজ করে যাওয়া মানুষের কাজের স্বীকৃতি ও উৎসাহের জন্য ২০০৭ সাল থেকে এই পুরষ্কার দিচ্ছে একশনএইড বাংলাদেশ।
কর্মজয়ী প্রতিবন্ধী যুবা সম্মাননা পেয়েছেন মোছা. মর্জিনা খাতুন, রাজনীতিতে প্রান্তিক নারী ক্যাটাগরিতে পেয়েছেন মোছা. রাজিয়া সুলতানা, যৌন হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে সম্মাননা পেয়েছেন মরিয়ম বেগম এবং নারীর প্রথাগত ভূমিকা পরিবর্তন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
জাতীয় পর্যায়ে সম্মাননা ও কাজের স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত মর্জিনা জানান, তিনি আগে কোনও দিন রাজধানী অভিমুখে আসেননি। এই পুরষ্কার না পেলে হয়ত কখোনও আসা হতো না ঢাকায়। প্রতিবন্ধী হবার করণে জীবনের শুরু থেকে তিনি কী ধরনের সংগ্রামের মধ্য দিয়ে লেখাপড়া করেছেন, তা উল্লেখ করেন তিনি। সম্মাননা পেয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম বলেন, ‘এক সময় বাংলাদেশের ক্রিকেট বলতে শুধু পুরুষদের কথা বোঝাত। আমরা সেই ধারণার পরিবর্তন আনতে পেরেছি। বঞ্চনার শিকার নারীকে নিয়ে যারা কাজ করছেন তাদের এই ধরনের পুরস্কারে সম্মানিত করা উচিত।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যনির্বাহী সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, প্রতিষ্ঠানটির কার্য নির্বাহী পরিষদের সদস্য মনসুর আহমেদ চৌধুরী, ইউবিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আকবর ও নিজেরা করি -এর পরিচালক খুশী কবির।

এসময় একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘আজকে আমাদের নারীরা নানাভাবে, নানা কারণে নির্যাতিত ও অবহেলিত। এই জীবন সংগ্রামের মধ্যেও মরিয়মরা সমাজ পরিবর্তন করছে। জাহানারারা সমাজকে আলোর পথ দেখাচ্ছেন। আমরা চাই এই মানুষের সংখ্যা বাড়ুক।’

/ইউআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের