X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কুয়াশা আর শৈত্যপ্রবাহে ফাঁকা রাজধানী

হাসনাত নাঈম
২০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৩:১১

শীতে রাজধানীর রাস্তা ফাঁকা একে তো শীতের প্রকোপ, তারওপর আবার শুক্রবার (২০ ডিসেম্বর)। ফলে সহসাই আড়মোড়া ভাঙেনি নগরবাসীর। সকালের রাজধানী ছিল কুয়াশাচ্ছন্ন। রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। পার্কগুলোতেও মানুষের আনাগোনা ছিল কম। সাধারণত সকালবেলা পার্কে হাঁটাহাঁটি, খোশ গল্প কিংবা খেলাধুলায় ব্যস্ত থাকে লোকজন। কিন্তু শুক্রবারের চিত্র ছিল ভিন্ন। সকালে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।

গত দু’দিনের শৈত্যপ্রবাহে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে সূর্যেরও দেখা মিলছে না। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

শীতে ধানমন্ডি লেকে লোকজন কম ধানমন্ডি লেকে শ’খানেক মানুষের আনাগোনা ছিল সকালে। লেকের বেশিরভাগ জায়গাই ফাঁকা। লেকে ১০-১২ জনের একটি দলকে ফুটবল এবং আরেকটি দলকে ভলিবল খেলতে দেখা গেছে। যারা সকালবেলা নিয়মিত শরীর চর্চা করেন তাদের সংখ্যা ছিল হাতে গোনা।

নিয়মিত শরীর চর্চা করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাইসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন সকালেই আমি এখানে আসি। সাধারণত অনেক মানুষই আসে এখানে। গত দু’দিন ধরে মানুষের সংখ্যা কম। এর শীতের জন্যই হয়তো অনেকে আসছেন না। শৈত্যপ্রবাহ চলে গেলে হয়তো আবারও মানুষজন আগের মতো বের হবে।’

শীতে রাজধানীর রাস্তা ফাঁকা ফুটবল খেলতে আসা আশরাফ বলেন, ‘আমরা প্রতিদিন সকালে এখানে ২০-২৫ জন ফুটবল খেলি। দু’দিন ধরে ঠান্ডা একটু বেশি পড়ায় অনেকে আসেনি। অনেককে আবার কল করে ডেকে নিয়ে আসছি। ঠান্ডাটা একটু কমলেই হয়তো সবাই আবার নিয়মিত হবে।’

রবীন্দ্র সরোবরে আসা ষাটোর্ধ্ব আফজাল হোসেন বলেন, ‘আমি নিয়মিতই ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হই। পরে এখানে এসে চা খেয়ে বাসায় ফিরি। ভোরের দিকে মানুষ কিছুটা কম থাকলেও বেলা বাড়লে লোকের সমাগম বাড়ে। কিন্তু দু’দিন ধরে সেই সমাগমটা একদমই নেই। আমার মনে হয় আজ ছুটির দিন এবং শৈত্যপ্রবাহ থাকায় মানুষজন একটু আরাম করে ঘুমাচ্ছে।’

শীতে ফাঁকা রবীন্দ্র সরোবর ঘড়ির কাঁটায় সকাল ৯টা বাজলেও রাস্তায় মানুষ এবং গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। আজিমপুর থেকে উত্তরা রুটে চলাচলকারী বাস ভিআইপি-২৭ পরিবহনের চালক কবির উদ্দিন বলেন, ‘আজিমপুর থেকে মাত্র ১০ জন যাত্রী নিয়ে রওনা হয়েছি। ছুটির দিন হলেও অন্য শুক্রবার গুলোয় যাত্রী এত কম হয় না। ঠান্ডার জন্য মনে হয় এমন হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়,  দেশের কোথাও কোথাও আগামী দু’দিনে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে। ২১ ডিসেম্বর পর্যন্ত এই তাপমাত্রা কমতে থাকবে। এখন অনেক এলাকায় শৈত্য প্রবাহ বইছে। আরও বিস্তৃত হবে এলাকা। ঢাকার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে।

শীতে ফাঁকা ধানমন্ডি লেক আগামী ৭২ ঘণ্টার ঢাকার আবহাওয়ার পূর্বাভাস বিষয়ে আবহাওয়া অধিদফতর জানায়, আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের মতোই থাকবে রাতের তাপমাত্রা। 

 

/এসটি/
সম্পর্কিত
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
মে দিবস: রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
সর্বশেষ খবর
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস