X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

তুরিনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা লেনদেনের প্রমাণ মেলেনি: শাহরিয়ার কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ০২:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০২:৪৪

তুরিন আফরোজ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামির কাছ থেকে সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ২৫ কোটি টাকা লেনদেনের কোনও প্রমাণ মেলেনি। শুক্রবার প্রেসক্লাবে জাতীয় সংখ্যালঘু কমিশন কাঠামোর (খসড়া) প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
এর আগে সংগঠনের সহ-সভাপতি তুরিন আফরোজের বিরুদ্ধে ওই লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা, শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি নিজামুল হককে নিয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটির তদন্তের বিষয়ে শাহরিয়ার কবির বলেন, আমাদের একজন কেন্দ্রীয় নেত্রীর (তুরিন আফরোজ) বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে তলব করেছে। তার বক্তব্য নেওয়া হয়েছে। আমাদের অভ্যন্তরীণ বিষয় হওয়ার পরও আজ বলতে হচ্ছে, তুরিন আফরোজের বিরুদ্ধে আসামির কাছ থেকে ২৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়নি।

তিনি বলেন, ‘আইনে বলা আছে, প্রসিকিউটররা তদন্ত করতে পারবেন। আমাদের কমিশন মনে করছে তদন্তের বিষয়টি তুরিন আফরোজ তার চিফ প্রসিকিউটরকে জানাননি। এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে। প্রসিকিউটরের অনুমতি ছাড়া আসামির সঙ্গে দেখা করা তার ভুল হয়েছে।’

শাহরিয়ার কবির বলেন, ‘তুরিন আফরোজ আমাদের সঙ্গেই থাকবেন। তাকে আমরা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুর বিচারের জন্য প্রস্তুত করছি। যদি আইনি সহযোগিতা দরকার হয়, তাহলে আমরা দেবো।’

২০১৮ সালে তুরিন আফরোজকে মানবতাবিরোধী অপরাধের আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের মামলা পরিচালনার দায়িত্ব পান। পরে অভিযোগ উঠে, মামলার দায়িত্ব পেয়ে তিনি আসামির সঙ্গে সাক্ষাৎ করেন। গ্রেফতারি পরোয়ানা থাকার কথা জানিয়ে তাকে পালিয়ে যেতে বলেন। এ নিয়ে আসামি ওয়াহিদুল হকের কাছে ২৫ কোটি টাকা দাবি করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।

বিষয়টি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নজরে এলে তুরিন আফরোজকে এ মামলা থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনার তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে ট্রাইব্যুনালের অন্যান্য মামলা থেকেও তাকে অব্যাহতি দেন চিফ প্রসিকিউটর। সবশেষ গত ১১ নভেম্বর শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচারণের দায়ে ট্রাইব্যুনাল থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করে আইন মন্ত্রণালয়।

বুধবার তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগের যাবতীয় তথ্য-উপাত্ত মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে আসামির সঙ্গে তার কথোপকথনের সিডিও রয়েছে।

/বিআই/এইচএন/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৩০
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৩০
ময়মনসিংহে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ময়মনসিংহে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
তরুণদের নিয়েই বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছে জিম্বাবুয়ে
তরুণদের নিয়েই বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছে জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০