জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ফরিদের স্ত্রী নুর আকতার জাহানকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। তবে, তিনি হাজির হননি।
২০০৭ সালের ২২ অক্টোবর দুদকে সংসদ সদস্য ফরিদ নিজে এবং তার স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকের অনুসন্ধানে ফরিদ ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।