X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

প্রধান শিক্ষক পদে গেজেটভুক্তির দাবি প্রাথমিকের ৬ হাজার শিক্ষকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১৯:২০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:২৬





প্রধান শিক্ষক পদে গেজেটভুক্তির দাবি প্রাথমিকের ৬ হাজার শিক্ষকের প্রধান শিক্ষক হিসেবে নিজেদের গেজেটভুক্ত করার দাবি জানিয়েছেন নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ‘পদবঞ্চিত’ প্রায় ৬ হাজার শিক্ষক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।


মানববন্ধনে ‘পদবঞ্চিত’ শিক্ষকদের পক্ষে এস এম গফুর বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু ১৭ থেকে ১৮ হাজার প্রধান শিক্ষককে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। বাকি শিক্ষকদের বিষয়ে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত দফায় দফায় বৈঠক হলেও কোনও লাভ হয়নি। মন্ত্রণালয় থেকে আশ্বাস পরও প্রধান শিক্ষকদের অন্যায়ভাবে সহকারী শিক্ষক হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষকরা বলেন, দীর্ঘ দিন থেকে তারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। যাদের যোগ্যতা আছে তাদের দ্রুত প্রধান শিক্ষক হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে সহকারী শিক্ষকদের গ্রেডেশন করতে হবে। চাকরির অর্ধেক সময় ধরে চাকরিকাল গণনা, পদোন্নতি, টাইম স্কেলসহ সব সুযোগ-সুবিধা দেওয়ারও দাবি জানান তারা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের নিবন্ধিত বেসরকারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। এসব প্রাথমিক বিদ্যালয়ের ১ জন প্রধান শিক্ষক এবং ৪ জন সহকারী শিক্ষকের পদসৃষ্টিরও ঘোষণা দেন তিনি।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির
কাশ্মীর ট্র্যাজেডির পর ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ
কাশ্মীর ট্র্যাজেডির পর ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ
রান্নার সময় যেসব ভুল এড়িয়ে চলা জরুরি
রান্নার সময় যেসব ভুল এড়িয়ে চলা জরুরি
টিনের ঢাল ও লাঠি হাতে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০
টিনের ঢাল ও লাঠি হাতে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য