X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

নেপালিদের পালাতে সহযোগিতা করায় ২ পুলিশ সদস্য বরখাস্ত : ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮

 

 (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ক্যাসিনো ব্যবসার সঙ্গে পুলিশ সদস্যদের কারও জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের সময় নেপালি নাগারিকদের পালিয়ে যেতে সহযোগিতার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের কোনও সদস্যকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ‘একজন এএসআইকে বদলি করা হয়েছে।’ একজন এএসআই কি ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারেন, এমন প্রশ্নও রাখেন ডিএমপি কমিশনার।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম ও ক্র্যাব সভাপতি আবুল খায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, অর্থ সম্পাদক দুলাল হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল করিম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও গোল্ডেন ঢাকা ক্লাবে ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযান চালায় র‌্যাব।
এসব ক্লাবে ক্যাসিনো চালাতেন নেপালের নাগরিকেরা। প্রায় ১০০ নেপালি এ কাজ করতেন। তাদের মধ্যে ১৫ জন থাকতেন সেগুনবাগিচার একটি বাসায়। ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের সময় পুলিশের এএসআই মিঠু ও দীপংকর চাকমা ১৫ নেপালিকে পালিয়ে যেতে সহযোগিতা করে বলে অভিযোগ ওঠে। পরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: অবৈধ জুয়ার আড্ডা বা ক্যাসিনো চলতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

 

/ডিএস/ওআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো