X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সাইবার অপরাধ দমনে পুলিশকে প্রযুক্তি জানতে হবে : আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৪

ইন্টারপোল পুলিশ নিয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বর্তমান বিশ্বায়নের যুগে অপরাধের ধরন ও মাত্রা পাল্টে গেছে। প্রযুক্তিগত অপরাধ বাড়ছে। পুলিশও সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম ও সংঘবদ্ধ অপরাধ দমনে বদ্ধপরিকর। সেজন্য এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ইন্টারপোল পুলিশ নিয়ে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ইন্টারপোল আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে এগিয়ে এসেছে। ইন্টারপোলের ১৯৪টি সদস্য দেশের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পুলিশিংয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তুলছে। বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে ইন্টারপোলের এ ধরনের উদ্যোগ প্রসশংসনীয়। বিশ্বব্যাপী পুলিশ সদস্যদের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে ইন্টারপোল বিশ্বের সব দেশের পুলিশের একমাত্র প্রতিষ্ঠান।’

আইজিপি আরও বলেন, ‘সবার জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কোনও বিকল্প নেই। ক্রমবর্ধমান আন্তদেশীয় অপরাধ দমনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য আদান প্রদান এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ইন্টারপোলের বিকল্প নেই।’

পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারপোল সিবিটি পরিদফতরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ম্যাগালিঙ্গম ভিমান। পরে প্রধান অতিথি প্রশিক্ষর্ণীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ কোর্সে ভারতের ২ জন, ভূটানের ১ জন, মালদ্বীপের ১ জন, পূর্ব তিমুরের ২জন, শ্রীলংকার ১ জন, ফিলিপাইনের ১ জন, উজবেকিস্থানের ১ জন, ব্রুনাইয়ের ২ জন, জাপানের ১ জন, নিউজিল্যান্ডের ১ জন এবং বাংলাদেশের ৫ জন পুলিশ কর্মকর্তাসহ ১৮ জন অংশগ্রহণ করেন। জিম্বাবুয়ে, সিংগাপুর, ফ্রান্স ও নিউজিল্যান্ডের প্রশিক্ষকরা কোর্সটি পরিচালনা করেন।

/আরজে/জেইউ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেম্বেলের গোলে আর্সেনালের মাঠে জিতে ফাইনালে পিএসজির এক পা
চ্যাম্পিয়ন্স লিগদেম্বেলের গোলে আর্সেনালের মাঠে জিতে ফাইনালে পিএসজির এক পা
পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ
পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ
নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা
নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন