জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ঢাকা শিশু হাসপাতাল শাখা এক আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় শিশু হাসপাতালে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসির) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন– বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ ও একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. ফরিদ আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন স্বাচিপ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. আয়নাল হক। শোকসভা পরিচালনা করেন ডা. মো. জহিরুল ইসলাম লিটন।