রাজধানীর হাজারিবাগে বিদ্যুৎস্পৃষ্টে মানিক (২৪) নামে এক টেইলার্স কারখানার শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর দেড়টায় হাজারিবাগের মনেশ্বর রোডে এ ঘটনা ঘটে।
মানিকের বাড়ি ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার শাহার পাড় গ্রামে। তিনি হাজারিবাগের অদ্রি লেডিস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের কারখানায় থাকতেন।
কারখানার মালিকের ছেলে ইমন জানান, আয়রন করার সময় লাইনে সমস্যা হলে কাঁচি দিয়ে বিদ্যুৎ লাইনের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।