X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

ঢাকা দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে আহত ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১০:৩৯আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৩:৫৭

আদালতের লিফট ছিড়ে দুর্ঘটনা

ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতের লিফট ছিঁড়ে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

 

ঢাকা দায়রা জজ আদালতের লিফট ছিঁড়ে আহত ১২

আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ফারুক আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আহতদের উদ্ধার করে আদালত এলাকার পাশের বেসরকারি হাসপাতাল ঢাকা ন্যাশনাল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে দুইজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম সুমন (৪৭), অ্যাডভোকেট মিঠু, পেশকার সুমন (২৪), কাওসার (৩৫), অ্যাডভোকেট সোহাগ (৩৬), অ্যাডভোকেট আমিন (৩৫), অ্যাডভোকেট আইয়ুব আলী (৫৮), আসামি সুমন (২৯), অ্যাডভোকেট সুলতান আহমেদ (৩৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অ্যাডভোকেট শামসুন নাহার ও তার সঙ্গে থাকা অন্য একজন নারীকে ঢামেকে নিয়ে আসার পর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লিফটের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের স্টাফ ভেন্ডার নূরুল আমিন জানান, লিফটের ধারণ ক্ষমতা ৮ জনের। তবে ধারণ ক্ষমতার বাইরে লোক উঠায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত আইনজীবীদের দেখতে ঢাকা মেডিক্যালে যান আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। আহতদের ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। এটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সংযোজনের জন্য নতুন লিফট আনা হয়েছে।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’