আন্তর্জাতিক মাদক চোরাচালানে জড়িত পাঁচ ব্যক্তিকে মাদকদ্রব্যসহ আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
তিনি জানান, আটক ব্যক্তিরা গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কায় জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত।
ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান তিনি।