X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জের ফ্রি হার্ট ক্যাম্প থেকে চিকিৎসা নিলেন ৬৯৫ রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ০০:২১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:২২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার পশ্চিম কাজী কসবায় স্থাপিত ফ্রি হার্ট ও মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়েছেন ৬৯৫ জন রোগী। এসময় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়াও অসহায় ও গরিব রোগীদের মধ্যে বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেওয়া হয়। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী ফ্রি হার্ট ও মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেন ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে অ্যান্ড হাসপাতাল লিমিটেড।
হাসপাতালটির চিফ অপারেটিং অফিসার (সিওও) ব্রেইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান ৮ সদস্যের একটি চিকিৎসক টিম নিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে এ চিকিৎসাসেবা দেন।
ফ্রি হার্ট ও মেডিক্যাল ক্যাম্প উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাচ্চু শেখ।
তিনি বলেন, ‘ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল আমার এলাকার গরীব মানুষের পাশে এসে দাঁড়ানোই স্বাভাবিক । সময়ে-অসময়ে ডা. নাজমুল হাসান রন্টি ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে হাসাপাতালের টিম নিয়ে আমাদের এলাকার মানুষের সেবা করে আসছেন। এজন্য এই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’ এই মেডিক্যালটির মত করে অন্যান্য সরকারি হাসপাতালগুলোও কাজ করে সেজন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।
এসময় ডা. নাজমুল হাসান বলেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেন চিকিৎসক হয়ে এলাকার মানুষদের সেবা করি। সপ্তাহে অনন্ত একদিন হলেও যেন আমি স্থানীয় মানুষদের মাঝে আসি, তাদের সেবা করি। আমার বাবার কথা ও মরহুম ডা. সিরাজুল ইসলাম স্যারের কথা সবসময় মনে পড়ে । তারা মানুষের জন্য কিছু করার চেষ্টা করে গেছেন।’
তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন এ ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাপসাতালের চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরউদ্দিন মো. জাহাঙ্গীর, ব্রেইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি, শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রোজিনা আখতার এবং গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বেবি আক্তার রোগীদের সেবা প্রদান করবেন। পাশাপাশি হাসপাতালটির মেডিক্যাল অফিসারদের একটি টিম রোগীদের চিকিৎসাসেবা দেবেন।’
যেসব সেবা প্রদান করা হয়- বিনামূল্যে হৃদরোগ, মেডিসিন, ব্রেইন ও স্নায়ুরোগ (মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস ও খিঁচুনি), গাইনি ও শিশুরোগের চিকিৎসাসেবা। এছাড়াও হৃদরোগের বাইপাস সার্জারি ও ভাল্ব সার্জারি, রিং লাগানো রোগীদের চিকিৎসা সেবা ও উপদেশ, স্বল্পমূল্যে ইসিজি ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং রোগীদের ফলোআপ ভিজিট।

/টিওয়াই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা