X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়: জনসেবা আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৩

 

শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়: জনসেবা আন্দোলন ‘আল্লামা আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয় বরং নারীদের ইজ্জত-আব্রু ও নিরাপত্তার স্বার্থে। কিছু কুচক্রী মহল আল্লামা শফীর বক্তব্য অপব্যাখ্যা করে সমালোচনা করেছেন।’ অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জনসেবা আন্দোলন।

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনসেবা আন্দোলন মানববন্ধন করে এ দাবি জানায়।

মানববন্ধনে উপস্থিত হয় জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘আল্লামা আহমদ শফী ১১ জানুয়ারি হাটহাজারী মাদ্রাসার মাহফিলে বলেছিলেন, “মেয়েদের কলেজ-ভার্সিটিতে পড়তে হলে পর্দার সঙ্গে পড়াবেন নাহলে নারীদের জন্য স্বল্প শিক্ষাই যথেষ্ট।” এই বক্তব্যের অপব্যাখ্যা করে কিছু কুচক্রী মহল শফীর সমালোচনা করেছেন। আহমদ শফীর বক্তব্যের অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ড. কামাল ও মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী নারীদের ইজ্জত রক্ষার কথা বলার কারণে ড. কামালরা মামলা করতে চান। বাংলাদেশের শুধু ২০১৮ সালেই ৯৪২ জন নারী ধর্ষণের শিকার, তখন ড. কামাল, ইনুদের নারী দরদ ও মামলা কোথায় থাকে? আল্লামা শফীর বক্তব্য শুনে মির্জা ফখরুল হতবাক। কিন্তু যখন শিক্ষকের হাতে, স্কুল-কলেজের ক্লাস রুমগুলোতে ছাত্রদের হাতে ছাত্রীরা ধর্ষণের শিকার হয়, যাত্রাপথে বাস-ট্রেনে নারীরা ধর্ষণের শিকার হয় তখন কোথায় থাকে তাদের নারী দরদ?’

তিনি আরও বলেন, ‘আল্লামা শফী কয়েক যুগ ধরে হাদিস পড়াচ্ছেন। শেষ বয়সে এসে আপনাদের কাছ থেকে তার হাদিস শিক্ষা গ্রহণ করা লাগবে না।’

মানববন্ধনে মহাসচিব মাওলানা ইয়ামিন হুসাইন আজমী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ ও ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু, আফরোজা হক রিনা ও রৌশন আরা যৌথ বিবৃতিতে সংবিধানের ২৮ এর ২ ও ৩ দ্বারা উল্লেখ করে আল্লামা আহমদ শফীকে ইসলাম ও রাষ্ট্রদ্রোহী বলতেও দ্বিধাবোধ করেননি। তাদের বলছি সংবিধান মানব কর্তৃক রচিত। আর ধর্ম, স্রষ্টা কর্তৃক রচিত। অতএব ধর্ম সংবিধানের ঊর্ধ্বে।’

আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দায়িত্বশীলতার পরিচয় দিন। মুখ সামলে কথা বলুন। নতুবা পরিণতি ভালো হবে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতি আশিক জোবায়ের, মৌলানা আবুল কাশেম কাসেমী, আলহাজ মো. আজম খান, মাওলানা হোসাইন আকন্দসহ অনেকে।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো