সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানী এখন পরিণত হয়েছে ব্যানার-পোস্টারের নগরীতে। পুরো নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পাড়ামহল্লার অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে আছে। নগরীর সৌন্দর্য ফেরাতে এরইমধ্যে এসব পোস্টার-ফেস্টুন অপসারণের কাজ শুরু হলেও বুধবার (২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)।
রাজধানী ঘুরে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ দুই সিটিজুড়েই রয়েছে নির্বাচনি প্রচারণার বিভিন্ন সামগ্রী। রাজধানীর ফ্লাইওভার, ফুট ওভারব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেওয়ালসহ সর্বত্রই পোস্টার আর ব্যানারে সয়লাব।
বুধবার সকাল ১১টায় নর্থ-সাউথ রোডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসব প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এবিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতিদিনই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করছি এবং মামলা দিচ্ছি। নির্বাচন উপলক্ষে রাজধানীতে কোটি কোটি পোস্টার-ব্যানার লাগানো হয়েছে। বুধবার থেকে আমাদের ৫৭টি ওয়ার্ডে একযোগে অপসারণের কাজ শুরু করবো। আশা করি, তিন দিনের মধ্যে আমরা সব পরিষ্কার করতে পারবো।’
একই কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনও। সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের এলাকায়ও আমরা বুধবার থেকে একযোগে পোস্টার-ফেস্টুন অপসারণ শুরু করবো।’