X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ছবিতে বিজয়ের দিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ২১:০৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৪

ছবিতে বিজয়ের দিন

বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ৪৯তম বিজয় দিবস। দেশব্যাপী ছড়িয়েছে উৎসবের রঙিন ছটা। মনে ও মননে ছুঁয়ে গেছে লাল-সবুজের চেতনার রঙ। নাগরিক সমাজের পাশাপাশি যথারীতি প্রতিবারের মতো সরকারিভাবেও উদযাপন করা হয়েছে দিনটিকে। ভোরের শুরু থেকেই দিনটি পালনে ব্যস্ত সময় কাটিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা। বিজয়ের উদ্দম নিয়ে রাস্তায় দেখা গেছে শিক্ষার্থী থেকে শুরু করে, শিশু-বৃদ্ধ, সব বয়সী মানুষের ঢল।     

ছবিতে বিজয়ের দিন

মহান বিজয় দিবসের প্রভাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেন। এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

ছবিতে বিজয়ের দিন

রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবিতে বিজয়ের দিন

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাষ্ট্রীয় পদে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষরা।

ছবিতে বিজয়ের দিন

এরপর, মহান বিজয় দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদের  সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছবিতে বিজয়ের দিন

এদিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছবিতে বিজয়ের দিন

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর প্রদর্শনী দেখেছেন।

ছবিতে বিজয়ের দিন

খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডের আকাশ থেকেও রাষ্ট্রপতিকে সালাম দেওয়া হয়।  

ছবিতে বিজয়ের দিন

প্যারেড গ্রাউন্ডের আকাশে আর্মি অ্যাভিয়েশন, নেভাল অ্যাভিয়েশন ও র‌্যাব অ্যাভিয়েশনের মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং আকাশ থেকে পতাকা নিয়ে ফ্রিফল জাম্প দিয়ে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করেন প্যারাকমান্ডোরা।

ছবিতে বিজয়ের দিন

প্রতিবারের মতো বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় বঙ্গভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

ছবিতে বিজয়ের দিন

বিজয় দিসব উপলক্ষে বঙ্গভবনে কেক কাটেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

ছবিতে বিজয়ের দিন  

এরপর, ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবিতে বিজয়ের দিন

সোমবার বিকালে তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড অবমুক্ত করেন তিনি।

ছবি: ফোকাস বাংলা। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা