X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শুদ্ধি অভিযান থেকে পিছপা হলে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য বেড়ে যাবে: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ২৩:৪১আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২৩:৪৪

রওশন এরশাদ

শুদ্ধি অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, অভিযান থেকে পিছপা হলে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) জাতীয় সংসদের ৫ম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে। ক্যাসিনো-জুয়ার বিষয়টি কী এতদিন পুলিশ দেখেনি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি কোনও খবর নেই? এতদিন কেন দেখেননি এজন্য প্রশ্ন জাগে। প্রধানমন্ত্রীর ঘোষণায় মানুষ আশ্বস্ত হয়েছে। শুদ্ধি অভিযান অব্যাহত থাকলে তা হবে প্রশংসনীয়। অভিযান থেকে পিছপা হলে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে।

তিনি বলেন, যেসব হত্যাকাণ্ড সমাজের বিবেক নাড়া দেয় নুসরাত হত্যাকাণ্ড সেরকম। তাকে পুড়িয়ে মারা হলো। গলা টিপে মেরে ফেললে এতটা কষ্ট পেত না। দ্রুত বিচার আইনে বিচার হয়েছে। এখন আপিল করবে। মাদ্রাসার প্রিন্সিপাল এখন শাস্তি পাচ্ছে না। শাস্তি পাবে আরও পরে। নুসরাত হত্যার রায়ের পর অনেক হত্যার কথা ভেসে উঠেছে বুয়েটের আবরার, সাংবাদিক সাগর-রুনি, নারায়ণগঞ্জের তকি, কুমিল্লার সোহাগী আক্তার। কোনও কোনও বিচার দ্রুত করা হয় না। বিচারিক প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানাচ্ছি।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার দাবি করে তিনি বলেন, ১০ম আর ১১তম গ্রেড খুব বেশি বড় দাবি নয়। শিক্ষকদের পর্যাপ্ত বেতন দেওয়া না হলে কীভাবে পড়াবে? শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ঠিক করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা এখনও হয়নি। কবে হবে কে জানে? যত তাড়াতাড়ি তাদের ফেরত পাঠানো যাবে দেশের জন্য তত মঙ্গল।

বেকার সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি বছর ২৩/২৪ লাখ শিক্ষার্থী বের হচ্ছে। তাদের জন্য শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। শিল্পায়নে দৃষ্টি না দিলে অনেক সমস্যা দেখা দেবে। কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষিজমি বাদ দিয়ে শিল্পায়ন করতে হবে। শিল্পায়নে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

ক্রিকেটার সাকিব আল হাসানের ইস্যুতেও সংসদে কথা বলেন রওশন এরশাদ। তিনি বলেন, সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অল রাউন্ডার। আমরা তাকে মাঠে দেখতে চাই। এক বছর খেলতে না পারলে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আইসিসির প্রতি এ বিষয়ে অনুরোধ জানাবো। আমরা সাকিবের খেলা দেখতে চাই। বিসিবি তার পাশে থাকবে বলে আশা করি।

তিনি বলেন, ফেসবুক বন্ধ করে দেওয়া হোক। অনেক দেশ চীন, সৌদি আরব, কোরিয়ায় ফেসবুক নেই। তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকের হাতে মোবাইল। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। লেপের মধ্যে লুকিয়ে মোবাইল দেখে।

তিনি বলেন, দেশে মাদক ছেয়ে গেছে। ছোট বাচ্চারাও মাদকে বুঁদ হয়ে থাকে। কিশোর গ্যাং বের হয়েছে, ছোট ছোট বাচ্চাদের গ্যাং। তারাও এখন মাদকের ব্যবসা করছে।

রেল দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে ট্রেন চালাতে পারছে না সেখানে কীভাবে পাতাল রেল চালাবে, মেট্রোরেল চালাবে?

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে কী হবে। যেটা পারবো না সেটা কেন চালাবো?  এক্সপার্ট কোথায় আছে দেশে?

খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিরাপদ খাদ্য চাই, নিরাপদ দেশ চাই।

তিনি বলেন, জনগণের স্বার্থে যেটার বিরোধিতা করা দরকার তারা সেটারই বিরোধিতা করেন। বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। তারা সংসদের রাজনীতির ধারা বদলে দিয়েছেন। এটা অব্যাহত থাকলে বাংলাদেশ আধুনিক রাষ্ট্রে পরিণত হবে।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে