X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

খোকা দেশে ফিরলে মানবিক দৃষ্টিতে দেখা হবে: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৫:২১আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাদেক হোসেন খোকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দেশে নিয়ে আসার জন্য সহায়তার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। এছাড়া দেশে আসার পর তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা হবে বলে জানান তিনি।

রবিবার (৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম বলেন, “নিউইয়র্কে সাদেক হোসেন খোকার পরিবার ‘ট্রাভেল পারমিট’-এর জন্য আবেদন করলে আমাদের মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এবং তার স্ত্রীর যেহেতু পাসপোর্ট নেই, সেহেতু আন্তর্জাতিকভাবে অন্য দেশ থেকে নিজের দেশে ফেরার এটাই একমাত্র ব্যবস্থা।”

নিউইয়র্কের কনস্যুলেটে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

 

শাহরিয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও  বলেন, ‘সাদেক হোসেন খোকা  এবং তার স্ত্রীর নামে মামলা আছে, গ্রেফতারি পরোয়ানাও থাকতে পারে (আমি নিশ্চিত নই)। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাদের আগমনের পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।’

প্রসঙ্গত, কিডনির ক্যানসারে আক্রান্ত সাদেক হোসেন খোকার স্বাস্থ্যের অবস্থা গত সোমবার (২৮ অক্টোবর) থেকে অনেকটা অবনতি হয়েছে। তিনি নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছেন। ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি।

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার
বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা, আহত ৭
সর্বশেষ খবর
‘১১টি গুলি লেগেছে: পেটে ২, পায়ে ১, হাতে ২, বুকে ২’
‘১১টি গুলি লেগেছে: পেটে ২, পায়ে ১, হাতে ২, বুকে ২’
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে ডিএমডি পদে ৯ জনের পদোন্নতি
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে ডিএমডি পদে ৯ জনের পদোন্নতি
মা-মেয়েকে উত্ত্যক্তের জেরে মাইকিং করে সংঘর্ষে জড়ালো দুই জেলার মানুষ
মা-মেয়েকে উত্ত্যক্তের জেরে মাইকিং করে সংঘর্ষে জড়ালো দুই জেলার মানুষ
কিংস-মোহামেডান ম্যাচে অধিক নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি 
কিংস-মোহামেডান ম্যাচে অধিক নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি 
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, রাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক 
ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, রাতেই বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক