X
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

ভোলার ভিডিও ফুটেজ থেকে এভিডেন্স পাওয়া যাচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৪:০৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৬:২২

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারে একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে এ কাজ হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। যে ফেসবুক আইডি থেকে স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে সেই আইডির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ নামের এক যুবক। তার অ্যাকাউন্টের মেসেঞ্জার থেকে ‘মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে সেই ‘স্ক্রিনশট’ ব্যবহার করে গত ২০ অক্টোবর থেকে বোরহানউদ্দিনে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করা হয়। পুলিশ বিপ্লবের অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ পায় এবং দুই জনকে গ্রেফতার করে। তবে ফেসবুকে কথিত বক্তব্যের জেরে একটি পক্ষ উত্তেজনা ছড়ায়। ২০ অক্টোবর বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মাঠে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। পুলিশ সেখানে সতর্ক অবস্থান নিলেও একটি গ্রুপ ঈদগাহ ময়দানে প্রবেশ করে মানুষকে উত্তেজিত করতে থাকে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালায়। এতে চার জন নিহত হন। আহত হন ১০ পুলিশসহ দেড়শতাধিক লোক।

ক্রিকেটারদের সমস্যার সম্মানজনক সমাধান হয়েছে
এদিকে ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। সেখানে একটি বোর্ড আছে। বোর্ড সমস্ত কার্যক্রম তদারকি করে। যা ঘটেছিল তার সম্মানজনক সমাধান হয়েছে।

তিনি বলেন, সাকিব আল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। দেরিতে হলেও বিষয়টির সমাধান হয়েছে। খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর দারস্থ হয়েছিলেন। ক্রিকেট বোর্ডের পরিবর্তন হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের পরিবর্তন চাইলে সেটা প্রধানমন্ত্রী করবেন।
ওবায়দুল কাদের বলেন, শুধু বিসিবির সভাপতি নয়, যে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। 

আরও পড়ুন: বিপ্লবের আইডি হ্যাক হয়েছিল: পুলিশ সুপার

           বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত

/এসআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটের আকার কমলেও এনবিআরের টার্গেট বাড়ছে ৩৮ হাজার কোটি টাকা
বাজেটের আকার কমলেও এনবিআরের টার্গেট বাড়ছে ৩৮ হাজার কোটি টাকা
দিনাজপুর থেকে গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার
দিনাজপুর থেকে গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার
১১১ রান করেও চাহাল-ইয়ানসেন জাদুতে কলকাতাকে হারালো পাঞ্জাব
১১১ রান করেও চাহাল-ইয়ানসেন জাদুতে কলকাতাকে হারালো পাঞ্জাব
জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ তিন জন গ্রেফতার
জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ তিন জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার