দুই দিনব্যাপী তৃতীয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর এই সহযোগিতা সংস্থার ২২ সদস্য দেশ ও ৯টি ডায়ালগ পার্টনার থেকে প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ বছর বাংলাদেশ আইওরা’র ভাইস চেয়ারের দায়িত্ব নেবে। ২০২১ সাল থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে চেয়ারম্যানের।
এ বছরের সম্মেলনের থিম হচ্ছে টেকসই ব্লু ইকোনোমি উৎসাহিতকরণ এবং ভারত মহাসাগরের সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো।
সম্মেলনের প্রথমদিন বুধবার কর্মকর্তা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সম্মেলনে ইরান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, কমোরোস এবং সিশেলসের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। এছাড়া আন্তর্জাতিক সি বেড কর্তৃপক্ষের মহাসচিবেরও এতে অংশ নেওয়ার কথা।
সম্মেলন শেষে ঢাকা ডিক্লারেশন গৃহীত হবে।