পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাত ১৯ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের মধ্যে ৯ জন পুরুষ ও দু’জন নারী। ডিএনএ টেস্টের মাধ্যমে মৃতদেহগুলো শনাক্ত করা হয়।
শনাক্ত করা দুই নারী হলেন, নাসরিন জাহান ও ফাতেমা জহুরা। তবে ৯ জন পুরুষের নাম পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্তকারী সংস্থাটির এডিশনাল ডিআইজি রেজাউল হায়দার।
তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। ৫ মার্চ ৪৮ জনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। প্রথম ধাপে সেগুলোর সঙ্গে ৪৮ জন দাবীদারের ডিএনএ প্রোফাইল মেলানো হলে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৩ জনের সঙ্গে ১১টি মরদেহের নমুনা মিলেছে। বাকি চারজনের পরিচয় নির্ণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে চারটি অজ্ঞাত মৃতদেহের হাড় থেকে ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়াটি দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে একটি বিশেষজ্ঞ দল ডিএনএ নমুনা ( রক্ত, টিস্যু, হাড় ও বাক্কাল সোয়াব) সংগ্রহ করে কাজ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ। এজন্য ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে ঢামেক মর্গ থেকে মোট ৬৭টি মৃতদেহ থেকে ২৫৬টি ক্রাইম সিন ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি একটি বিচ্ছিন্ন হাতকে পৃথক আলামত হিসেবে গণ্য করে সেটি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ফলে মোট সংগৃহীত ক্রাইমসিন ডিএনএ নমুনা সংখ্যা ২৫৭তে দাঁড়ায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিবেদনটি সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছি। ওই কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করবে।’
শনাক্ত করা ৯ জন পুরুষের পরিচয় সম্পর্কে তিনি বলেন, ‘তদন্ত কর্মকর্তা যাচাই বাছাই করে বলতে পারবেন।’
শনাক্ত করা দুই নারী নিখোঁজ দুই বান্ধবী কিনা-জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সেটি বলতে পারবো না। তবে দাবিদার পরিবার যে নাম দিয়েছে সেই নাম আমরা প্রকাশ করেছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিআইডি’র এডিশনাল ডিআইজি আবুল কালাম আজাদ, বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান, সিনিয়র এএসপি (ডিএনএ) আহসান হাবীব ও ডিএনএ ল্যাব কর্মকর্তা আহমদ ফেরদৌস প্রমুখ।