X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চবির দু’শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

চবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার কাজে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের সংস্কৃতি বিভাগের দুই শিক্ষককের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। ওই কমিটির দেওয়া প্রতিবেদন শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫২০তম সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে।  

ওই দুই শিক্ষকের মধ্যে সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি সুপ্তিকণা মজুমদারকে চাকরিচ্যুত এবং বর্তমান সভাপতি শিপক কৃষ্ণ দেবনাথকে পদাবনতির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

একাধিক সিন্ডিকেট সদস্য একথা জানিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর সুপারিশও করা হয়েছে সিন্ডেকেটে।

এ ব্যাপারে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সুলতান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই শিক্ষকের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত কমিটির প্রতিবেদন সিন্ডিকেটে অনুমোদন দেওয়া হয়। তবে তার আগে দুই জনকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর সুপারিশও করা হয়েছে।’

২০১৩ সালের তৃতীয় বর্ষ (সম্মান) পরীক্ষার ৩০৮নং কোর্সের (প্রাচীন ভারতীয় সমাজ ও সংস্কৃতি) পরীক্ষার কাজে দায়িত্বে অবহেলা, অনিয়ম, দুর্নীতি এবং পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর আবেদন করেন উক্ত বিভাগের শিক্ষক লিটন মিত্র। এ নিয়ে ২০১৫ সালের ২৭ জুন দেওয়া এই অভিযোগ তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় উপাচার্য। ওই কমিটির আহ্বায়ক করা হয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. আবদুল গফুরকে। কমিটি গত বছরের ২৭ জুন প্রতিবেদন দেয়। এতে অভিযোগের সত্যতা খুঁজে পায় কমিটি।

এ ব্যাপারে অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে শিক্ষক শিপক কৃষ্ণ দেবনাথের সঙ্গে তিনি মন্তব্য করতে রাজি হননি।

তবে এ ব্যাপারে নাম প্রকাশ না করা শর্তে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রভাবশালী শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজনঅসুস্থ অধ্যাপকের ব্যাপারে প্রশাসনের এমন অমানবিক সিদ্ধান্তে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। এটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিবর্তন মূলক নীতির ধারবাহিকতা। আমরা অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার চাই। বিষয়টি প্রত্যাহার করা না হলে আমরা শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তি বা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, বললেন ‘কখনোই আ.লীগের কর্মসূচিতে যাইনি’
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, বললেন ‘কখনোই আ.লীগের কর্মসূচিতে যাইনি’
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত