X
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

ফ্রান্সের প্রেসিডেন্টের ভিন্ন ধরনের ঢাকা সফর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৭

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরটি অন্য যেকোনও ভিভিআিইপি সফরের চেয়ে ভিন্ন। দুই দিনের সফরে রবিবার (১০ সেপ্টেম্বর) দিল্লি থেকে তিনি ঢাকা আসেন। লক্ষ্য করার মতো বিষয় হলো, অল্প সময়ের নোটিশে তিনি বাংলাদেশ সফর করছেন। আবার ঢাকায় আসার পরে তার কার্যক্রমগুলো সাধারণভাবে অন্য রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরসূচির চেয়েও ভিন্ন রকমের।

রবিবার রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় এসে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অর্ভ্যথনা জানান। প্রথাগতভাবে প্রটোকল অনুযায়ী ওই রাতেই রাষ্ট্রীয় নৈশভোজে তিনি অংশ নেন।

রবিবার রাতেই রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান (ছবি: ফোকাস বাংলা)

এরপর তার নিজস্ব কর্মকাণ্ডের অংশ হিসেবে রাত প্রায় ১২টার দিকে চলে যান ধানমন্ডিতে সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাসায়। সেখানে অবস্থান করেন প্রায় দুই ঘণ্টা। ওই সময়ে শিল্পীর গান শোনেন। রাহুল আনন্দ যে একতারা বাজিয়ে গান গেয়েছেন সেটি উপহার দেন ইমানুয়েল ম্যাক্রোঁকে। তিনি সেটি হাতে পেয়ে বাজানোর চেষ্টাও করেন।

রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চলে যান সংগীত শিল্পী রাহুল আনন্দের স্টুডিয়োতে (ছবি: ফোকাস বাংলা)

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি ৩২ নম্বরে গেলে ধানমন্ডি লেকের পাড়ে হেঁটেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

রাহুল আনন্দের উপহার দেওয়া একতারা বাজানোর চেষ্টা করেন ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হওয়ার পরে দুপুরে ঢাকা ত্যাগের আগে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

রাহুল আনন্দের স্টুডিয়োতে প্রায় দুই ঘণ্ট কাটান ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি: ফোকাস বাংলা)

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘সবদিক বিবেচনা করলে এই সফরটি অন্য যেকোনও ভিভিআইপি সফরের থেকে আলাদা। সাধারণভাবে যেকোনও ভিভিআইপি সফরে জাঁকজমক পর্ব বেশি থাকে। কিন্তু এবারে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশকে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন, যা অন্যদের ক্ষেত্রে বেশি দেখা যায় না।’

ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে সঙ্গে নিয়ে ভবনটি ঘুরে দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট (ছবি: ফোকাস বাংলা)

আরেকজন কর্মকর্তা বলেন, সরকারি কর্মকাণ্ডের বাইরে বিদেশি অতিথিরা যেসব অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন, সেগুলো বিদেশিদের আগ্রহের কারণে হয়ে থাকে। এখানে ফ্রান্সের প্রেসিডেন্টের আগ্রহের কারণেই বাড়তি অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সফরের পুরোটা সময়ই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁকে অন্তত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে দেখা গেছে (ছবি: ফোকাস বাংলা)

 

আরও পড়ুন-

ঢাকা ও প্যারিসের মধ্যে দুটি চুক্তি সই

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে আজ ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

বৈঠকে শেখ হাসিনা-ইমানুয়েল ম্যাক্রোঁ 

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় 

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ইশরাক কি ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন?
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাত যুবকের
গুলশান-বনানীর সড়ক ব্যবহারে নতুন নির্দেশনা ট্রাফিক বিভাগের
সর্বশেষ খবর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
আইসিসির পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে নেতানিয়াহু
গাজায় গণহত্যাআইসিসির পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে নেতানিয়াহু
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
সর্বাধিক পঠিত
নতুন বাংলাদেশে সুযোগ দেখছে মৌলবাদীরা: নিউ ইয়র্ক টাইমস
ধর্মীয় রক্ষণশীলতার উত্থাননতুন বাংলাদেশে সুযোগ দেখছে মৌলবাদীরা: নিউ ইয়র্ক টাইমস
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
অধ্যাদেশের মাধ্যমে টেলিভিশনে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
অর্থবছর ২০২৫-২৬অধ্যাদেশের মাধ্যমে টেলিভিশনে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ