X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

কুবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

কুবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:০১
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল।’ সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামীমুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যপক কাজী ওমর সিদ্দিকী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনস্থ শিক্ষক মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। ভোটগ্রহণের পর বিকাল সাড়ে ৪টায় ফলাফল (খসড়া) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
সহ-সভাপতি পদে লোক প্রশাসন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। কার্যনিবাহী সদস্যের ৭টি পদে যথাক্রমে বিজয়ী হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
কার্যনির্বাহী পরিষদের ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো: সাদেকুজ্জামান; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুল হক ভূঁইয়া।
নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘সকলের একান্ত সহযোগিতায় আমরা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১ বছর শিক্ষক সমিতির দায়িত্ব পালন করবেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে ঠেকাতে বিশ্বকে পাশে টানতে চাচ্ছেন শি, সতর্ক দেশগুলো
যুক্তরাষ্ট্রকে ঠেকাতে বিশ্বকে পাশে টানতে চাচ্ছেন শি, সতর্ক দেশগুলো
মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে নকল, কেন্দ্রসচিবসহ ২৩ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার
মোবাইল ব্লুটুথ হেডফোন ব্যবহার করে নকল, কেন্দ্রসচিবসহ ২৩ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মরদেহ নিয়ে মানববন্ধন
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মরদেহ নিয়ে মানববন্ধন
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো