X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ স্থগিত করেছে চীন

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৪
image

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের বাণিজ্যযুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিয়েছে চীন। এর অংশ হিসেবে আমেরিকার কয়েকটি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ স্থগিত করেছে বেইজিং। রবিবার (১৫ ডিসেম্বর) থেকে এসব পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের কথা ছিল। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের সরকারি কর্মকর্তারা প্রথম পর্যায়ের একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ার পর এই পদক্ষেপ নিলো বেইজিং।

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ স্থগিত করেছে চীন

চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে গত বছর থেকে বেইজিংয়ের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিংও মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে। এই বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি বছরের মে মাসে ওয়াশিংটন-বেইজিং আলোচনায় বসলেও কোনও চুক্তি ছাড়াই তা শেষ হয়। পরে গত শুক্রবার প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে সম্মত হয় ওই দুই অর্থনৈতিক পরাশক্তি দেশ।

১৫ ডিসেম্বর থেকে মার্কিন পণ্যগুলোর ওপর বাড়তি ১০ এবং কিছু পণ্যের ওপর ৫ শতাংশ শুল্কের বোঝা চাপানোর কথা ছিল চীনের। চুক্তির আওতায় ট্রাম্প চীনের কয়েকটি পণ্যের ওপর থেকে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেন। এরপরই পাল্টা পদক্ষেপে চীনও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে শুল্ক স্থগিত করে।

রবিবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর এখন ওই শুল্ক চাপানো হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের তৈরি গাড়িসহ এর যন্ত্রাংশের ওপরও বাড়তি শুল্ক স্থগিত করা হচ্ছে।’ দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

চীনা কর্মকর্তারা বলছেন, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বেইজিং; যাতে দেশ দুইটির মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধ নিরসন করা সম্ভব হয়।

/এইচকে/
সম্পর্কিত
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
যুক্তরাষ্ট্রকে ঠেকাতে বিশ্বকে পাশে টানতে চাচ্ছেন শি, সতর্ক দেশগুলো
সর্বশেষ খবর
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেফতার
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ