X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জলবায়ু চুক্তি: বিশ্বজুড়ে তোপের মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ২২:৩০আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩২

যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠনসহ বিশ্বের বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। বিশ্বের অন্যতম বড় কার্বন নিঃসরণকারী দেশের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়াসহ বিশ্বের অন্যতম পরাশক্তিগুলো। এমনকী নিজ দেশের অভ্যন্তরেই বিরোধী ডেমোক্র্যাট শিবিরের ক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু চুক্তি: বিশ্বজুড়ে তোপের মুখে ট্রাম্প

শিল্পোন্নত দুনিয়ার কার্বন মচ্ছবের কারণে প্রতিনিয়ত বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতা রোধে ২০১৫ সালে প্যারিসে এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে ১৮৮টি দেশ। চুক্তিতে আরও কয়েকটি বিষয়ের সঙ্গে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে স্বাক্ষর করেছিলেন। তবে নির্বাচনি প্রচারণার সময় থেকেই বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে আসছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হয়ে ২০১৭ সালের ১ জুন এই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন তিনি। সোমবার এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার কথা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে চুক্তি মোতাবেক এক বছরের মাথায় চূড়ান্তভাবে এই চুক্তি থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র।

ইউরোপীয়ান কমিশনের এক মুখপাত্র বলেছেন, চুক্তিতে ফেরার দরজা খোলা থাকবে আর আমরা আশা করি যুক্তরাষ্ট্র আবার একদিন এসে এতে যোগ দেবে।

ফ্রান্স মনে করছে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণে জলবায়ু ও জীববৈচিত্রের সুরক্ষায় প্যারিস-বেইজিং সহঝোতার অপরিহার্যতা সৃষ্টি হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার বেইজিং-এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রনের সাক্ষাতের কথা রয়েছে। ওই সাক্ষাতে দুই নেতা ‘প্যারিস চুক্তির অপরিবর্তনীয়তা’ শীর্ষক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন।

দীর্ঘ বিরতির পর গত মাসে প্যারিস চুক্তিতে সম্মত হওয়া পরাশক্তি রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে জলবায়ু চুক্তি নিয়ে কথা বলা কঠিন।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও পরিবেশবাদীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি একে সর্বনাশা সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেছেন এর মধ্য দিয়ে শিশুদের ভবিষ্যত বিক্রি করে দেওয়া হয়েছে। জলবায়ু কর্মী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর উপহাস করে বলেছেন ‘‌ওরা লোভের কারণে পৃথিবীকে বলি দিচ্ছে’। জলবায়ু বিষয়ক সংস্থা গ্রুপ ৩৫০ ডট ওআরজি’র নেতা বিল ম্যাকিবেন বলেন, সুদীর্ঘ কালের মধ্যে এটাই আমেরিকান কূটনীতির সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত আর বৈশ্বিক উদ্যোগের ওপর বিশাল আঘাত।

তবে ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান গ্যারি পালমার। এক টুইট বার্তায় তিনি বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ও ক্লান্তিকর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার এটাই সবচেয়ে ভালো সময়।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
অগ্রগতি না হলে ইউক্রেনের শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা