X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

হংকং-এর প্রত্যর্পণ বিল তুলে নেওয়ার ঘোষণা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৫

কয়েক মাসের টানা বিক্ষোভের মুখে চরম বিতর্কিত প্রত্যর্পণ বিল তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন হংকং-এর ক্যারি লাম। গত জুনে এই বিল স্থগিতের ঘোষণা দেওয়ার পরও আন্দোলন অব্যাহত থাকায় বুধবার এক টেলিভিশন ভাষণে বিলটি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আন্দোলনে পুলিশের ভূমিকার তদন্তে নতুন দুই ঊর্ধ্বতনে কর্মকর্তাকে তদন্ত কমিশনে যুক্ত করার কথাও জানান ক্যারি লাম। তবে এই ঘোষণাতেও সন্তুষ্ট না হয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। বুধবার টেলিভিশনে প্রচার হয় ক্যারি লামের ভাষণ

এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন।  গত এপ্রিলে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল প্রণয়ের উদ্যোগ নেওয়া হয়। তবে আন্দোলনকারীদের আশঙ্কা, ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে এক পর্যায়ে ওই বিলকে ‘মৃত’ বলে ঘোষণা দেন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে হংকংয়ের স্বাধীনতা,বৃহত্তর গণতন্ত্র ও চীনের নিযুক্ত নির্বাহী প্রধানের পদত্যাগের দাবি।

বুধবার এক টেলিভিশন ভাষণে ক্যারি লাম বলেন, জনগণের উদ্বেগের সঙ্গে পূর্ণ একমত হয়ে আনুষ্ঠানিকভাবে বিলটি প্রত্যাহার করে নেওয়া হবে। তিনি বলেন, এই বিক্ষোভে হংকং-এর জনগণ দুঃখ পেয়েছে। ‘আর বিক্ষোভের সহিংসতা হংকং-কে চরম বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সরকার বা সমাজের প্রতি যে অসন্তোষই থাকুক না কেন, সমাধানের পথ সহিংসতা হতে পারে না’, বলেন ক্যারি লাম।

তিনি বলেন, ‘বর্তমানে সহিংসতা বন্ধ করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক শৃঙ্খলা পুনর্গঠন সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর হবে’। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও তিনি নিজে বিভিন্ন এলাকা পরিদর্শন করে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ জানবেন।

তবে ক্যারি লামের ঘোষণাকে ভুয়া বলে অভিহিত করেছেন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ উই চি ওয়াই। তিনি বলেন, ‘আমরা অবশ্যই পুলিশি বর্বরতা থামাবো। নাহলে বিক্ষোভ অব্যাহত থাকবে’। গণতন্ত্রপন্থী অ্যাকটিভিস্ট জোসুয়া ওয়াং ধারাবাহিক টুইটবার্তায় জানিয়েছেন, সব দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখা হবে।

 

/জেজে/
সম্পর্কিত
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
কাশ্মীর সংকট: চীন ও পাকিস্তানের মধ্যে ফোনালাপ
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু