X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

ট্রাম্পের ব্যঙ্গচিত্র এঁকে বিপাকে কার্টুনিস্ট

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৯, ১৬:০০আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:০৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গচিত্র আঁকায় চাকরি হারাতে হয়েছে এক কার্টুনিস্টকে। সম্প্রতি মেক্সিকোর নদীতে ভেসে ওঠা অভিবাসন প্রত্যাশী বাবা-মেয়ে’র মরদেহের সঙ্গে মিলিয়ে একটি কার্টুন এঁকেছিলেন কানাডীয় শিল্পী মাইকেল দি আদের। তার কার্টুনে ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থান উঠে আসে। কিন্তু সেই কার্টুনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর ব্রুনসউইক নিউজ ইনকরপোরেটেড (বিএনআই) আদেরের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে। অন্যরাও তাকে আর কাজ দিচ্ছে না।

ট্রাম্পের ব্যঙ্গচিত্র এঁকে বিপাকে কার্টুনিস্ট

গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ।গত সোমবার (২৪ জুন) এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের জলে ভেসে আসা নিথর মরদেহের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে ওঠে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। বাবা-মেয়ের ছবিটি অভিহিত হয় ‘আমেরিকান আইলান’ হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাইরাল হওয়া ছবিকে ঘিরে ক্ষোভের লক্ষ্যবস্তু হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর অভিবাসন প্রত্যাশীদের নিয়ে তার নৃশংস নীতির কথাই ঘুরেফিরে আসছে বারবার।

সর্বশেষ শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে কার্টুনটি প্রকাশ করেন আদের। সেখানে দেখা যায়, নদীর ধারে পড়ে রয়েছে দুই উদ্বাস্তুর দেহ। তারপাশে গল্ফ স্টিক ও গল্ফ খেলার গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। মুহূর্তেই এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। আর এর জন্য বলি হতে হয় আদেরকে। তার সঙ্গে চুক্তি বাতিল করে ব্রুনসউইক নিউজ ইনকরপোরেটেড।

তবে সংস্থাটির দাবি, কার্টুনের সঙ্গে চুক্তি বাতিলের কোনও সম্পর্ক নেই। আদের তাদের হয়ে কেবল চুক্তির ভিত্তিতে কাজ করতেন। যে কার্টুনটি নিয়ে বিতর্ক, সেটি আদের বিএনআই-কে প্রকাশের জন্যও বলেনি। তাই বিষয়টি নিয়ে ভুল ধারণা ছড়ানো হচ্ছে।

তারা জানায়, অনেক আগে থেকেই, এমনকি এই কার্টুন প্রকাশের আগেই,পুরনো কার্টুনিস্ট গ্রেগ পেরিকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চালাচ্ছিল। সেই আলোচনাই চূড়ান্ত রূপ নিয়েছে। তাই গ্রেগকে ফিরিয়ে আনার সিদ্ধন্ত নেওয়া হয় কয়েক সপ্তাহ আগেই। সেই মতোই আদেরের সঙ্গে চুক্তি খারিজ করা হয়েছে।

কার্টুনটি টুইটারে প্রকাশিত হওয়ার পর থেকে কানাডার দক্ষিণ-পূর্বে নিউ ব্রান্সউইকে  কোনও বড় কাগজই আর তাকে দিয়ে কাজ করাতে চাইছে না। যদিও টুইটার এবং ফেসবুকে লক্ষাধিক বার শেয়ার হয়েছে কার্টুনটি। টুইটারেই আদেরে জানিয়েছেন, এর পর থেকে তাকে আর কাজ দেওয়া হচ্ছে না। তার জন্য কোনও কারণ অবশ্য ব্যাখ্যা করা হয়নি।

এদিকে এই চুক্তি বাতিলের পর প্রতিক্রিয়া দিয়ে আদের বলেছেন, এটা একটা ধাক্কা বটে, তবে জীবনের শেষ নয়।  আদেরের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, তিনি আরও গোটা চারেক প্রকাশনা সংস্থার হয়ে কার্টুন আঁকছেন। এই চুক্তি বাতিল হলেই তিনি কার্টুন আঁকা ছেড়ে দেবেন এমন নয়।

বিএনআই-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন কানাডার কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়েস টাইরেল। তিনি বলেন, ‘১৭ বছর ধরে আদের বিএনআই-এর হয়ে কাজ করছে। আদেরের চুক্তি খারিজ হয়ে গেল কারণ বিএনআই-এর কাছে ট্রাম্প একটি ‘নিষিদ্ধ বিষয়’!

এর আগেও শিল্পীর ক্যানভাসে উঠে এসেছিলো মেক্সিকোর নদীতে ভেসে ওঠা সেই অভিবাসন প্রত্যাশী ও তার ২৩ মাস বয়সী শিশুকন্যার মর্মান্তিক ছবিটি। ইতালীয় কার্টুনিস্ট অ্যান্তোনিও কাবরাস ছবিটি একে এর থিম দেন ‘পশ্চিমা সভ্যতার মৃত্যু’।

 

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
যুদ্ধ জেলেনস্কিকে বদলে দিয়েছিল, আবার তার পাল্টানোর সময় হয়েছে?
চীনা পণ্যে মার্কিন শুল্ক বেড়ে ১৪৫ শতাংশ
উইটকফ বনাম আরাঘচি: ইরান-মার্কিন আলোচনায় মুখোমুখি দুই কূটনীতিক 
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা