X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

নিউজ ফিড অ্যালগরিদমের গোপনীয়তা প্রকাশ করতে যাচ্ছে ফেসবুক

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ১৯:৫১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৯:৫৬
image

নিউজ ফিডে বাইরের কোনও পোস্ট কেন প্রদর্শিত হয় কিংবা নিউজ ফিডে কী প্রদর্শিত হবে তার সিদ্ধান্ত অ্যালগরিদম ব্যবহার করে কিভাবে নেওয়া হয়, সে ব্যাখ্যা দিতে নতুন ফিচার যুক্ত করছে ফেসবুক। ওই ফিচারের আওতায় নিউজ ফিড অ্যালগরিদমের গোপনীয়তা প্রকাশ করবে কোম্পানিটি। নতুন ফিচার হিসেবে পোস্টের সঙ্গে ‘হোয়াই অ্যাম আই সিয়িং দিস পোস্ট?’ বাটন থাকবে। সেখানে চাপ দিলে ব্যবহারকারীদের কাছে উত্তর মিলবে কেন ওই পোস্টটি প্রদর্শনের জন্য সে নিদিষ্ট ব্যক্তির নিউজ ফিডকে বেছে নেওয়া হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিকী ছবি
কোন ব্যবহারকারীর নিউজ ফিডে কোন ধরনের কনটেন্ট প্রদর্শিত হবে সে সিদ্ধান্ত নিতে অ্যালগরিদম ব্যবহার করে থাকে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। কিভাবে তারা কাজটি করছে সে ব্যাখ্যা না দিয়েই কনটেন্ট সুপারিশ করায়, তাদের বিরুদ্ধে তুমুল সমালোচনাও রয়েছে। আর সে সমালোচনা ঠেকাতে এবার নতুন ফিচার যুক্ত করছে ফেসবুক। নতুন ফিচার ‘হোয়াই অ্যাম আই সিয়িং দিস পোস্ট?’ (কেন আমি এ পোস্টটি দেখতে পাচ্ছি) বাটনটি পাওয়া যাবে ড্রপ-ডাউন মেন্যুতে। নিউজ ফিডে আসা সবগুলো পোস্টের উপরের দিকে ডান পাশে এ ড্রপ-ডাউন মেন্যু থাকবে।

২০১৪ সাল থেকে নিউজ ফিডে আসা বিজ্ঞাপনী পোস্টগুলোর ক্ষেত্রে ‘হোয়াই অ্যাম আই সিয়িং দিস অ্যাড?’ (কেন আমি এ বিজ্ঞাপন দেখতে পাচ্ছি) বাটন ব্যবহার করছে ফেসবুক। এ বাটনটিতেও আরও কিছু বাড়তি তথ্য যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে ব্যবহারকারীরা জানতে পারবেন, বিজ্ঞাপনদাতার ডাটাবেজে থাকা তথ্যের সঙ্গে তাদের ফেসবুকের প্রোফাইলের বিস্তারিত মিলে গেছে কিনা।

‘ফেসবুকে আরও বেশি করে ব্যবহারকারীদের সংযোগ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ দুইটি নতুনত্ব ‌আনা হয়েছে।’

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
বছর শেষে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের, তার আগে স্থানীয়
লক্ষ্মীপুরে জামায়াত নেতা রেজাউল করিমবছর শেষে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের, তার আগে স্থানীয়
শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস
দীর্ঘ ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরুশিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস
দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার
রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার