X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিশু ভাগ্নিকে বিয়ে করতে চাওয়ায় যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি দোষী সাব্যস্ত

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫৮

নিজের ১২ বছর বয়সী এক ভাগ্নিকে জোর করে বিয়ে করতে চাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিককে দোষী সাব্যস্ত করেছে ফ্লোরিডার একটি আদালত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে মির্জা আফজাল হোসেন (৫৫) নামের ওই ব্যক্তি ফ্লোরিডার ব্রান্ডন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে শিশুর ওপর বলপ্রয়োগ, প্রলোভন, জাল নথি উপস্থাপন এবং পরিচয় গোপনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। চলতি বছরের ১১ এপ্রিল তার দণ্ড ঘোষণা করা হবে। শিশু ভাগ্নিকে বিয়ে করতে চাওয়ায় যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১০ সালে বাংলাদেশ থেকে তার বোন পরিবার ও ছোট দুই মেয়েকে নিয়ে বৈধ অভিবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে আসেন। তাদের নিজ বাড়িতে থাকতে দেন হোসেন। বিচারের সময়ে উপস্থাপিত নথিতে দেখা গেছে হোসেনের বোনের পরিবারের সদস্যরা সাংস্কৃতিক এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন। চাকুরি আর গাড়ি ছিল না তাদের। ইংরেজি বলতে পারতেন কম। এসব সুযোগ নিয়ে হোসেন তার ১২ বছর বয়সী ভাগ্নির সঙ্গে রোমান্টিক ও যৌন সম্পর্ক গড়ে তোলেন। বিবৃতিতে বলা হয়েছে, তিনি ওই শিশুকে আটসাঁট, আমেরিকান স্টাইলের পোশাক, গহনা এবং মোবাইল ফোন কিনে দেন। তিনি তার ভাগ্নিকে যৌন নিপীড়ন করেন আর প্রকাশ্যে পরিবার এবং নিজের স্ত্রীর সামনে তার (ভাগ্নি) সঙ্গে এমনভাবে বসবাস শুরু করেন যেন তারা বিয়ে করেছেন।

আইনজীবীরা জানিয়েছেন, হোসেনের স্ত্রী তাকে ছেড়ে চলে যায় আর ২০১২ সালের প্রথমদিকে তার বোন এবং তার ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে তার বাড়ি ছেড়ে দেয়। তারপরের কয়েক বছরও হোসেন তার ভাগ্নির সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়। তার স্কুল আর নতুন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে আর ফোনে যোগাযোগ চালিয়ে যায়।

এছাড়াও হোসেনের বিরুদ্ধে তার ভাগ্নির কাছে যৌন নিপীড়নমূলক বার্তা পাঠান। এছাড়াও ভাগ্নিকে নিজ বাবা-মায়ের বিরুদ্ধে ভুয়া নিপীড়ন চালানোর অভিযোগ আনতে বাধ্য করেন।

২০১২ সালের নভেম্বরে তদন্তকারীরা তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে হোসেন বাংলাদেশে এসে তার ভাগ্নির ভুয়া জন্ম সনদ বানিয়ে নেয়। এর মাধ্যমে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে প্রমাণের চেষ্টা চালানো হয়।

আদালতের আইনজীবীরা জানিয়েছেন, ভুল কাগজপত্র দাখিল করে হোসেন তার ভাগ্নির জন্য বৈধ স্থায়ী আবাসিক কার্ড তৈরি করেছিলেন।

আগামী ১১ এপ্রিল দণ্ড ঘোষণা করা হলে আফজাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
অগ্রগতি না হলে ইউক্রেনের শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার 
নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার 
চট্টগ্রামে নগরীর নালায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামে নগরীর নালায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে