X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

টি-শার্ট বানাতে ঘণ্টায় মজুরি ৩৮ টাকা, ১৬ ঘণ্টা খাটানোর অভিযোগ

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ২৩:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০১:৪২
image

বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড স্পাইস গার্লসের নামে টি-শার্ট বানাতে বাংলাদেশি যেসব গার্মেন্টস কর্মী কাজ করছেন, ঘণ্টায় তাদের মজুরি মাত্র ৩৫ পেন্স (৩৮ টাকা প্রায়)। অথচ টি-শার্টগুলো বিক্রি হচ্ছে ১৯.৪০ পাউন্ডে (দুই হাজার ৯৭ টাকায়)। এসব শ্রমিকদের যেমন অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে, তেমনি জানা গেছে অবাস্তব টার্গেট পূরণে তাদেরকে ১৬ ঘণ্টা কাজে বাধ্য করার অভিযোগ। বাংলাদেশের সংশ্লিষ্ট কারখানাটির নাম ইন্টার্স্টঅফ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান ২০ জানুয়ারি (রবিবার) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এর মালিক বাংলাদেশের একজন মন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, তিনি অনেক আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন। টি-শার্ট বানাতে ঘণ্টায় মজুরি ৩৮ টাকা, ১৬ ঘণ্টা খাটানোর অভিযোগ

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘কমিক রিলিফের’ সঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছিল স্পাইস গার্লস। তাদের নাম ব্যবহার করে বানানো প্রতিটি টি-শার্ট বিক্রি করে কমিক রিলিফ পাবে ১১.৬০ পাউন্ড (প্রায় এক হাজার ২৫৩ টাকা)। নাম ব্যবহারের কারণে স্পাইস গার্লসকে অর্থ দেওয়ার কথা থাকলেও ব্যান্ডটির দাবি, তারা এখনও কোনও অর্থ পায়নি।

টি- শার্টগুলোর সামনে লেখা ‘আমি স্পাইস গার্ল হতে চাই।’ কমিক রিলিফ লিঙ্গ সমতা নিশ্চিতে কাজ করে চলা ব্যক্তিদের সহায়তার জন্য টি-শার্ট বিক্রি করে তহবিল সংগ্রহ করছে। কমিক রিলিফের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে ঘোষণা দিতে গিয়ে স্পাইস গার্লস বলেছিল, ‘সমতা এবং মানুষের ক্ষমতায়নকে’সবমসয়ই গুরুত্ব দিয়ে দেখে এসেছে আমাদের ব্যান্ড।’

কিন্তু বাংলাদেশি কারখানা ইন্টার্স্টঅফের নারী কর্মীরা বলেছেন, কারখানায় তাদের অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়। ম্যানেজারের নির্ধারণ করে দেওয়া ‘অবাস্তব’ দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়; শিকার হতে হয় হয়রানির। প্রতিষ্ঠান যখন ওভারটাইমের সিদ্ধান্ত নেয়, তখন তা করা ছাড়া তাদের আর কোনও উপায় থাকে না। ফলে অসুস্থ অবস্থাতেও কাজ করতে হয়। কর্মীদের অনেকে ১৬ ঘণ্টা কাজ করে।

ইন্টার্স্টঅফের মালিকানার কথা উল্লেখ করতে গিয়ে গার্ডিয়ান লিখেছে, কারখানাটির মালিক ‘বাংলাদেশের কর্তৃত্বপরায়ণ জোট সরকারের একজন মন্ত্রী।’ তার সঙ্গে কথা বলতে গেল, তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে তার এখন কোনও সম্পর্ক নেই।

স্পাইস গার্লসের একজন মুখপাত্র বলেছেন, শ্রমিকদের মজুরির বিষয়টি জানতে পেরে তারা ‘গভীরভাবে মর্মাহত।’ সংশ্লিষ্ট কারখানাটির কর্মপরিবেশের অবস্থা জানতে নিজস্ব অর্থায়নে তারা অনুসন্ধান চালাবে। দাতব্য সংস্থা কমিক রিলিফও প্রকাশিত তথ্যের বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেছে, তারা ‘বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

স্পাইস গার্লস ইন্টারনেটে রিপ্রেজেন্ট নামের যে প্রতিষ্ঠানটিকে টি-শার্ট বানানোর দায়িত্ব তারা না জানিয়েই আরেক প্রতিষ্ঠানকে টি-শার্ট তৈরির কাজ দিয়ে দেয়। রিপ্রেজেন্ট ‘সম্পূর্ণ দায়’ নেওয়ার কথা উল্লেখ করে বলেছে, ক্রেতা চাওয়া মাত্র তারা অর্থ ফেরত দেবে।

/এএমএ/
সম্পর্কিত
কাশ্মীরে হামলার কী জবাব দেবে ভারত? সামনে মোদির অগ্নিপরীক্ষা
ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান, সিন্ধু চুক্তি নিয়ে হুমকি
পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, ভিসা সেবা স্থগিত
সর্বশেষ খবর
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা
চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য