আফ্রিকার দেশ নাইজারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া অভিযানে দেশটির সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছে জঙ্গি সংগঠন বোকো হারামের অন্তত ২৮০ সদস্য। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার থেকে নাইজারের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোমাদুগুদু নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালাচ্ছে। নদীটির অপর পাড়ে নাইজেরিয়া।
বোকো হারাম ২০০৯ সাল থেকেই উত্তর-পূর্ব নাইজেরিয়াতে ইসলামি শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। সেখান থেকে তারা নাইজার, চাদ এবং ক্যামেরুনে যেমন চালিয়েছে হামলা তেমন ঘটিয়েছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। তাদের জঙ্গি তৎপরতায় ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ঘর হারিয়েছে লাখ লাখ মানুষ।
জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাদ, ক্যামেরুন,প্রতিবেশী চাদ, ক্যামেরুন, নাইজেরিয়া এবং বেনিনের সঙ্গে নাইজারও এখনও বেঁচে থাকা জঙ্গিদের নির্মূল করতে গঠিত আঞ্চলিক বাহিনীতে ৯ হাজার সেনা পাঠিয়েছে।