X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাবার মৃত্যুর পর যুবরাজের নির্দেশে ফের গ্রেফতার প্রিন্স খালেদ

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:২৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

সৌদ রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুলআজিজ ইবনে সৌদের দৌহিত্র প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজকে আবারও গ্রেফতার করা হয়েছে। বাবা প্রিন্স তালালের মৃত্যুর কয়েক দিনের মাথায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বুধবার তাকে গ্রেফতার করা হয়। তার বাবা প্রিন্স তালাল সৌদি আরবে সংস্কারের পক্ষে সরব ছিলেন। বাবার মৃত্যুর পর যুবরাজের নির্দেশে ফের গ্রেফতার প্রিন্স খালেদ

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়নি।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে রাজপরিবারের সদস্য ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চালানো ব্যাপক ধরপাকড়ের নিন্দা করে এ বছরের জানুয়ারিতে আটক হয়েছিলেন খালেদ বিন তালাল। ওই দফায় প্রায় এক বছরের কারাবাস শেষে ২০১৮ সালের ৩ নভেম্বর মুক্তি পান তিনি।

২০১৭ সালের নভেম্বরে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ওই অভিযানে ধনকুবের প্রিন্স আল আলওয়ালিদ বিন তালালসহ রাজপরিবারের ১১জন প্রিন্সসহ অনেক মন্ত্রী ও প্রভাবশালী আটক হন। আটককৃতদের রিয়াদের বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে রাখা হয়।

সৌদি আরবের দাবি অনুযায়ী, ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া’র শর্তে জানুয়ারি থেকে তাদের মুক্তি দেওয়া শুরু হয়। পরে সৌদি অ্যাটর্নি জেনারেল জানান, এই প্রক্রিয়ায় রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ১০০ বিলিয়ন ডলার অর্থ জমা পড়েছে। তবে বিশেষজ্ঞরা বলে আসছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা সংহত করতেই ওই অভিযান চালানো হয়েছিল।

রিৎজ কার্লটন হোটেল থেকে মুক্তি পাওয়া অনেকের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেকের গতিবিধি পর্যবেক্ষেণর জন্য পায়ে মনিটর লাগানো হয়েছে বলে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত