X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ছদ্মবেশধারীদের হামলা

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

সন্ত্রাসীরা শান্তিরক্ষী হিসেবে আফ্রিকার দেশ মালিতে মোতায়েন করা জাতিসংঘের সৈন্যসহ ফরাসি সেনাদের ওপর হামলা করেছে। ওই হামলায় একজনের নিহত হওয়ার পাশাপাশি কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে হামলাকারীরা, শান্তিরক্ষীদের ছদ্মবেশ ধারণ করে তিম্বুকতু বিমানবন্দরের কাছে থাকা দুই ঘাঁটিতে শনিবার ওই হামলা চালিয়েছে। স্বাধীনতার দাবিতে দেশটিতে তুয়ারেগ বিদ্রোহীরা সক্রিয় থাকলেও শনিবারের হামলার দায় স্বীকার করেনি। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর  ছদ্মবেশধারীদের হামলা

হামলাকারীরা জাতিসংঘের নীল রঙের হেলমেট এবং জাতিসংঘের চিহ্ন অংকিত গাড়িতে করে সেখানে উপস্থিত হয়েছিল । ওই হামলায় রকেট লঞ্চার ও গাড়ি বোমা ব্যবহার করা হয়েছে।  হামলা চলাকালে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সেসময় জাতিসংঘের একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আর বারো জনেরও বেশি সেনাসদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে কয়েকজন ফরাসি সেনা।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। হামলার সময় তাদের নিয়ে যাওয়া গাড়ি বোমাগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপর গাড়ি বোমাটিকে থামানো গেছে। ৫ জন গুরুতরভাবে আহত হলেও, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাবেক ফরাসি উপনিবেশ মালিতে সরকারি বাহিনী ও  জাতিসংঘের বাহিনীর ওপর হামলা চালানো নিয়মিত ঘটনা। দেশটিতে জাতিসংঘের পাশাপাশি ফরাসি সেনাও মোতায়েন করা রয়েছে।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামলার ওই ঘটনাটি অভাবিত।  সরকারি আরেকটি সূত্র জানিয়েছে, ‘আমরা এমন হামলা আগে কখনও দেখিনি।’ শনিবারের ওই হামলার আগ পর্যন্ত গত ৫ বছরে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট ১৬২ জন দেশটিতে নিহত হয়েছেন। আর এ বছর নিহত হয়েছেন, মোট ৭ জন।

২০১৩ সালে স্বাধীনতার দাবিতে তুয়ারেগদের অভ্যুত্থানের পর থেকে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা রয়েছে। দেশটিতে ১১ হাজার সেনা ও দেড় হাজারেরও বেশি পুলিশ শান্তিরক্ষার কাজ করছেন। বিবিসি লিখেছে, মালিতে চলা শান্তিরক্ষা কার্যক্রমকেই জাতিসংঘের সবচেয়ে কঠিন অভিযান মনে করা হয়।

/এএমএ/
সম্পর্কিত
দুই বছরের গৃহযুদ্ধে সুদানে ‘বিশ্বের বৃহত্তম মানবিক সংকট’
চিকিৎসা নিতে হাঁটতে হলো ৩ ঘণ্টা, মারা গেলেন ৮ কলেরা রোগী
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
নাগরিক ও ডিজিটাল পরিসর সুরক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান 
নাগরিক ও ডিজিটাল পরিসর সুরক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান 
বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা: পরিবেশ উপদেষ্টা
বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা: পরিবেশ উপদেষ্টা
ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, আলোচনার স্বার্থে ঠেকান ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, আলোচনার স্বার্থে ঠেকান ট্রাম্প
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম