X
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

‘ন ডরাই’ নামে সার্ফিং ক্লাব!

বিনোদন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৪:১১আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৫৩

ন ডরাইয়ের সংবাদ সম্মেলন আগামী ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। ছবিটি কেন্দ্র করে এখন চলছে নানা ধরনের কার্যক্রম।
ইতোমধ্যে ‘অ্যাডভেঞ্চার অব আয়েশা’ নামের একটি কমিক বই প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। পাশাপাশি ইংরেজি একটি ডেইলিতে নিয়মিত ছাপা হতে যাচ্ছে কমিক সিরিয়ালটি। এবার ছবিটির প্রযোজক মাহবুব রহমান রুহেল জানালেন, কক্সবাজারের একটি সার্ফিং ক্লাবের নামকরণ করা হয়েছে ‘ন ডরাই’। সুনেরা, রাজ ও জেফার
তিনি বলেন, ‘‘কক্সবাজারে আমাদের একটি সার্ফিং ক্লাব আছে, যেখানে নিয়মিত ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই ক্লাবটির নাম পরিবর্তন করে ‘ন ডরাই’ রাখা হয়েছে। ছবিটি শুধু সার্ফিং নিয়ে নয়, এটি একটি মুভমেন্টের নাম। দেশের প্রথম নারী সার্ফার নাসিমার উঠে আসার বাস্তব গল্প নিয়ে এই সিনেমা। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে তার খবর ফলাও করে ছাপে। অথচ তার এখনও তেমন কোনও উন্নতি হয়নি। সামাজিক, পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে সার্ফিংয়ের আইকন হয়ে ওঠার অদম্য জীবনের গল্প ‘ন ডরাই’।’’
গতকাল (২৬ নভেম্বর) ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো জানান রুহেল। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালক তানিম রহমান অংশু, অভিনয়শিল্পী শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল ও ছবির নির্বাহী প্রযোজক- গায়িকা জেফার রহমান।
ছবির কেন্দ্রীয় চরিত্র আয়েশার ভূমিকায় অভিনয় করা সুনেরা বলেন, ‘ছবিটি নিয়ে ভাষার পাশাপাশি আমাদের সার্ফিংও শিখতে হয়েছে। টানা তিন মাস আমরা সেটার প্রশিক্ষণ নিই। এটা শিখতে গিয়ে চেহারার এমন অবস্থা হয়েছে যে, অনেকদিন পর মাহবুব ভাই একবার বিচে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের চিনতেই পারেননি।’
তিনি আরও জানান, একবার সার্ফিং বোর্ড থেকে দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিলেন সুনেরা। এরপর তাকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। সুনেরা ও জেফার

এদিকে রাজ বলেন, ‘ছবিটি গল্প সবচেয়ে অনুপ্রেরণার। তবে এতে প্রতিটি শিল্পী পরিশ্রম করে গেছেন। দীর্ঘ প্রস্তুতি ও দীর্ঘ সময় ধরে এর কাজ হয়েছে। আশা করি, দর্শকরা মুগ্ধ হবেন।’ তানিম রহমান অংশু পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় যত নাটক
ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় যত নাটক
চলে গেলেন ‘টপ গান’ খ্যাত ভ্যাল কিলমার
চলে গেলেন ‘টপ গান’ খ্যাত ভ্যাল কিলমার
শো বাড়ায় ‘জংলি’ টিমের স্বস্তি
শো বাড়ায় ‘জংলি’ টিমের স্বস্তি
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
থানায় ‘বরবাদ’ টিম
থানায় ‘বরবাদ’ টিম