X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

কাঙ্গালিনী সুফিয়াকে ২ লাখ টাকা দিলো ডিএনসিসি

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:৩৭

অনুদান তুলে দিচ্ছেন মেয়র লোকগানের বর্ষীয়ান শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (১৭ নভেম্বর) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ টাকা তার হাতে তুলে দেন। এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই উপস্থিত ছিলেন।

গত মাসে একটি ইংরেজি দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র আতিকুলের সঙ্গে দেখা হয়েছিল কাঙ্গালিনী সুফিয়া। তখন তার শারীরিক অবস্থার খোঁজ নেন মেয়র। জানতে পারেন, শারীরিকভাবে বেশ অসুস্থ কাঙ্গালিনী সুফিয়া। গলায় ব্যথা, কিডনি ও হার্টও ভালো নেই।

সেদিনই শিল্পীকে দুই লাখ টাকা সহায়তার কথা জানিয়েছিলেন মেয়র। এরপর গতকাল তার হাতে অনুদানের টাকা তুলে দিলেন।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থতা এবং তার আর্থিক দুরাবস্তার কথা মেয়র জেনে তাকে অনুদানের সিদ্ধান্ত নেন। এরপর তার সুচিকিৎসার আর্থিক অনুদান তুলে দেন।
কাঙ্গালিনী সুফিয়া প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ৫০০টিরও অধিক গান রচনা করেছেন তিনি। তার জনপ্রিয় গানের তালিকায় আছে- পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, কোন বা পথে নিতাই গঞ্জে যাই ইত্যাদি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!