শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। শনিবার ভোর সাড়ে ছ’টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শানু বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা থেকে মানিকগঞ্জ শুটিং স্পটে যাওয়ার পথে সাভারের আমিনবাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তার মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। সে সময় তাদের গাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। চালকের বাইরে গাড়িতে তিনি একাই ছিলেন। চারপাশে ছিল প্রচণ্ড কুয়াশা। তার ধারণা, কুয়াশার কারণেই এমন ঘটনা ঘটেছে।
শানারেই দেবী বলেন, ‘মনে হলো, একেবারে পাশ দিয়ে মৃত্যুটা হেঁটে গেল। লুকিয়ে গেল কুয়াশার ভেতর। ট্রাকের ধাক্কাটা মাইক্রোর পেছনে না লেগে যদি পাশে লাগতো, তাহলে হয়তো এখন আমি কথাও বলতে পারতাম না। তবে বুকে, পায়ে, ঘাড়ে, হাতে ব্যথা পেয়েছি। প্রচণ্ড ঝাঁকুনি খেয়েছি। তারমধ্যে আমি তখন ঘুমাচ্ছিলাম। যাইহোক, আশা করছি পেইন কিলারে ব্যথা সেরে যাবে। পরে অন্য একটা গাড়ি ধরে শুটিংয়ে পৌঁছেছি। আমি ভালো আছি।’
শানারেই দেবী আরও জানান, মানিকগঞ্জে তিনি অংশ নিতে যাচ্ছিলেন বিটিভির একটি নাটকের শুটিংয়ে। এটি নির্মাণ করছেন নোমান হাসান খান।
দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করেছে পুলিশ। অন্যদিকে ফেসবুকে দুর্ঘটনার ছবিগুলো প্রকাশ করেন শানু।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি নিয়মিত করছেন লেখালেখিও।
এবারও একুশে গ্রন্থমেলায় প্রকাশ পাচ্ছে তার লেখা দুটি বই। একটি উপন্যাস অন্যটি ছোটদের গল্প। শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ প্রকাশ পেয়েছে অনন্যা প্রকাশনী থেকে। আর তাম্রলিপি প্রকাশ করছে উপন্যাস ‘একলা আকাশ’।
শানু বললেন, ‘মেলার প্রথম দিন থেকেই বই দুটি পাওয়া যাচ্ছে। তবে এখনও তিনি মেলায় যেতে পারেননি। ইচ্ছে আছে মানিকগঞ্জ থেকে ফিরে, শরীর সুস্থবোধ করলে শিগগিরই সময় দেবেন বই দুটির স্টলে।’
২০১৭ সালে প্রকাশিত হয় সানারেই দেবী শানুর প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’। গত বছর তাঁর তিনটি বই প্রকাশ হয়। বইগুলো হলো ‘এপিটাফ’, ‘ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’।