X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ভারতের সহায়তায় বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক হবে: হাইকমিশনার

রংপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১২:০১আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৪:৪৯

রংপুরে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, ‘বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ক্রমেই  বাড়ছে। ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের ভিত্তিতে ভারত সরকারের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায় আগামী চার বছরে বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে। এগুলোতে ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আইটি জনশক্তি হিসেবে তৈরি করা হবে।’

বৃহস্পতিবার রাতে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

রিভা গাঙ্গুলী দাস ভারতে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণের ওপর জোর দেন। পাশাপাশি দ্বিপাক্ষিক আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে  ব্যবসায়ীদের বিরাজমান সমস্যাগুলো নিরসনে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন তিনি। 

হাইকমিশনার বলেন, ‘মৈত্রী এক্সপ্রেস ট্রেন যেটি ঢাকা থেকে সপ্তাহে পাঁচ বার ভারতে যাতায়াত করছে সেটা বাড়িয়ে ছয় দিন করা হবে। একইসঙ্গে খুলনা থেকে কলকাতাগামী মৈত্রী সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করা হবে। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য আরও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ব্যবসায়ী ময়েন উদ্দিন ও জনাব গোলাম রব্বানী জুলফি। ব্যবসায়ীরা অপর্যাপ্ত বন্দর সুবিধা, অশুল্ক বাধা, দুর্বল অবকাঠামো ও রফতানি প্রক্রিয়াকরণ জটিলতা, ভারতের শুল্ক বিভাগে এইচএস কোড জটিলতা, বাংলাদেশি পণ্যের নমুনা ভারতীয় পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষায় সময় ক্ষেপণ, ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ, পাট ও পাটজাত পণ্যে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করাসহ বিভিন্ন সমস্যার কথা বলেন। এগুলোর কারণে ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা থাকলেও রফতানিকারকরা প্রত্যাশা অনুযায়ী পণ্য রফতানি করতে পারছেন না বলে তারা জানান। ব্যবসায়ীরা সমস্যাগুলো দ্রুত নিরসনের পাশাপাশি বুড়িমারী ও বাংলাবান্ধা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে রূপান্তরে ভারতীয় হাইকমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিকের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিকের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০