X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

বারহাট্টায় পুলিশি বাধায় আ.লীগের সম্মেলন পণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২০:৪১

নেত্রকোনা পুলিশি বাধায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সম্মেলন পণ্ড হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, একই জায়গায় দু পক্ষ সমাবেশ ডাকায় পুলিশ বাধা দিয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী বারহাট্টার গোপালপুর বাজারের গরু হাট্টায় প্যান্ডেল করে ৩ নম্বর সদর ইউনিয়নের এ সম্মেলনের ডাক দেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির খোকন নেতৃত্বে এ আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নৌকার পক্ষে মিছিল করেন। মিছিলটি গরুহাট্টার প্যান্ডেলের কাছে আসতেই পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা সেখানে সম্মেলন করতে চাইলে পুলিশ প্যান্ডেলে ঢুকতে বাধা দিয়ে সেটি ভেঙে দেয় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। পরে মিছিলকারীরা ওই স্থান ত্যাগ করেন।

কিছুক্ষণ পরে তারা আবার বাজারে একই স্লোগান দিয়ে মিছিল করেন। পুলিশ আবারও তাদের বাধা দেয়। পরে মিছিলকারীরা অন্য স্থানে সমাবেশ করেন। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি অংশ বাজারে পৃথক সমাবেশ করে।

অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার ও খায়রুল কবির খোকন বলেন, ‘আমরা সদর ইউনিয়নের সম্মেলনের জন্য সমাবেশের আয়োজন করেছি। কিন্তু পুলিশ স্বেচ্ছাসেবক লীগের নামে একই স্থান সমাবেশের কথা জানায়। আমরা সমাবেশ করতে চাইলে পুলিশ আমাদের প্যান্ডেল ভেঙে দেয়। পরে আমরা অন্য জায়গায় সমাবেশ করেছি।’

অপর পক্ষের নেতা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম বলেন, ‘যারা সমাবেশ করতে চেয়েছেন তারা আওয়ামী লীগের কেউ না। আমরাও আলাদা সমাবেশ করেছি।’

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ‘আমরা কোনও প্যান্ডেল দেখিনি বা ভাঙিনি। দুই পক্ষের সমাবেশ ছিল তাই আমরা তা করতে দিইনি।’

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
কাদের-হাছানসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগের বর্জন, নিরঙ্কুশ জয় পেলো বিএনপি
আ.লীগের বিচার প্রশ্নে ৪ বিষয়ে একমত হেফাজত ও এনসিপি 
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা