X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্বপ্নের স্কুলে বেঁচে আছেন এসি রবিউল

মতিউর রহমান, মানিকগঞ্জ
২৭ নভেম্বর ২০১৯, ১১:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৩:১৯

স্বপ্নের স্কুলে বেঁচে আছেন এসি রবিউল গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে নিহত হয়েছিলেন গোয়েন্দা পুলিশের সাবেক সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম কামরুল। এরপর অনেকেই ভেবেছিলেন তার প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ‘ব্লুমস’-এর কার্যক্রম থমকে যাবে, ভেঙে যাবে রবিউলের স্বপ্ন। কিন্তু পরিবারের সদস্যদের চেষ্টা ও বিভিন্নজনের সার্বিক সহযোগিতায় ভালোভাবেই পরিচালিত হচ্ছে স্কুলটি। আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী শিশুদের।
২০১১ সালে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে মায়ের দেওয়া ২৯ শতাংশ জমির ওপর ১২ জন প্রতিবন্ধী শিশু নিয়ে একটি বিশেষায়িত স্কুলের যাত্রা শুরু করেন রবিউল। স্কুলটির পুরো নাম বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি সংক্ষেপে ‘ব্লুমস’। দেখতে দেখতে আট বছর অতিক্রম করতে চলছে স্কুলটি। টিনের ঘর থেকে এখন পরিণত হয়েছে তিন কক্ষবিশিষ্ট ৬০ ফুট লম্বা পাকা দালানে। বর্তমানে এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৪২। পাঠদানের পাশাপাশি স্কুল আঙিনায় তৈরি করা হয়েছে শিশুদের বিনোদনের দোলনাসহ কয়েকটি রাইডস। রবিউলের এই স্বপ্ন পূরণে সহায়তা করেছে বিদেশি সংস্থা এসএসটিএস।
স্বপ্নের স্কুলে বেঁচে আছেন এসি রবিউল রবিউলের অনুসারীরা প্রতিবন্ধী শিশুদের নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নানা প্রতিকূলতার পরও থেমে নেই বিশেষায়িত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নানা উদ্যোগ। সেখানে এখন পড়াশোনার পাশাপাশি সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, হাতে নেওয়া হয়েছে কম্পিউটার ও নারী শিক্ষার্থীদের জন্য বিউটি পার্লারের ট্রেনিং। রবিউলের স্বপ্ন ধরে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন বন্ধুসুলভ চাচা পরিচালক (প্রশাসন) ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ভাই সামসুজ্জামান সামস্, রবিউলের স্ত্রী উম্মে সালমা।
ব্লুমসের শিক্ষার্থী কাউসার আহম্মেদ শারীরিক প্রতিবন্ধী। হাসিখুশি আর খোশ মেজাজে থাকে সারাক্ষণ। স্কুলে আসলে লেখাপড়ার পাশাপাশি গান গাইতে পছন্দ করে কাউসার। ব্লুমসে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাউসারের মতো আরও শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সেখানে আনন্দ উল্লাস করছে। কেউ গান গাইছে আবার কেউ করছে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন।
শারীরিক প্রতিবন্ধী ফিরোজ মিয়া ব্লুমসের ছাত্র। তার আঁকা ছবি মুগ্ধ করবে যে কাউকে। ফিরোজের মতো আলমগীর, শিলা রানী, শাকিব আল হাসান, মহিদুল, কাউসারসহ ৪২ জন প্রতিবন্ধী শিশু-কিশোর এই স্কুলে পড়ছে। তাদের অনেকেই লেখাপড়ার পাশাপাশি চিত্রাঙ্কনেও পারদর্শী।
রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস্ বলেন, বড় ভাইয়ের স্বপ্নের ব্লুমসের শিক্ষার্থী বেড়ে আজ হয়েছে ৪২ জন। স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত শুভানুধ্যায়ীদের নিয়ে ১৫ সদস্যের একটি পরিচালনা কমিটির মাধ্যমে ব্লুমস পরিচালিত হচ্ছে। ২০১৬ সালের ১৬ জুলাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরে এটি ‘ব্লুমস কাটিগ্রাম’ নামে একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নিবন্ধিত হয়।
ব্লুমসের পরিচালক (প্রশাসন) ও শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রবণ ও বাক প্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি এবং অটিজমসহ একাধিক প্রতিবন্ধী শিশুকে সপ্তাহে চারদিন পাঠদান করানো হয়। বর্ণমালা পরিচিতি, গুনতে শেখানো, ছড়া শেখানো ও সরকারি স্কুলগামী প্রতিবন্ধী শিশুদেরও পাঠে সহযোগিতা ছাড়াও খেলাধুলার ব্যবস্থা রয়েছে স্কুল প্রাঙ্গণে। ২০১৭ সাল থেকে স্কুলটিতে ‘ডে-মিল’ কর্মসূচি চালু করা হয়েছে। এটি সম্পূর্ণ স্থানীয়দের সহযোগিতায় হচ্ছে।’ স্বপ্নের স্কুলে বেঁচে আছেন এসি রবিউল
কথা হয় ওই বিশেষায়িত স্কুলের দুই শিক্ষক শামীমা নাসরিন শাওন ও শামীমা নাসরিন সাথীর সঙ্গে। তারা জানান, নামমাত্র সম্মানী নিয়ে সামাজিক দায়িত্ববোধ থেকে তারা রবিউল করিমের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এ স্কুলে শিক্ষকতা করছেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্লুমসে ক্লাস নেন তারা। নানা প্রতিকূলতা উপেক্ষা করে সমাজে অবহেলিত এই শিশুদের জন্য কিছু করতে পেরে তৃপ্ত ও গর্ববোধ করেন বলে জানান তারা।
স্বপ্নের স্কুলে বেঁচে আছেন এসি রবিউল এদিকে, স্কুলটির কলেবর বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে। প্রতিমাসে শিক্ষার্থীদের খাবারের জোগাড়, শিক্ষকদের বেতন ও আনুষঙ্গিক মিলিয়ে মাসে ব্যয় হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। এর বেশিরভাগই জোগান দেন রবিউলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর ব্লুমস-এর সদস্যরা। বাকিটা আসে স্থানীয়দের কাছ থেকে।
স্বপ্নের স্কুলে বেঁচে আছেন এসি রবিউল রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা জানান, তিনি এই প্রতিবন্ধী শিশুদের মধ্যে তার স্বামীর স্বপ্ন খুঁজে বেড়ান। নিজের দুই সন্তান সাজিদুল করিম সামি (৯) ও কামরুন নাহার রায়নাকে (৩) যেমন ভালোবাসেন, তেমনি এই প্রতিবন্ধী শিশুদেরও ভালোবাসেন তিনি। স্বামীর স্বপ্নের বাস্তবায়ন চান তিনি।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা