পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কাজ বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো.সোহরাব হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ পবিত্র আশুরা। এজন্য সরকারি ছুটি থাকায় কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সেই সঙ্গে পণ্য লোড আনলোড, ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সকালে বন্দরের ভেতর হতে পণ্য খালাস করা ভারতীয় খালিট্রাকগুলো বের হয়ে আবারও ভারতে চলে গেছে। আগামীকাল বুধবার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যকার আমদানি রফতানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।
এদিকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ।